shono
Advertisement

Breaking News

Mamata Banerjee in London

লগ্নি-ব্যবসা তো আসবেই, দু'দিন সরাসরি বিমান ও বাংলায় অক্সফোর্ডের ক্যাম্পাস করেই ছাড়ব: মমতা

শুক্রবার লন্ডনে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজেই এমনটা জানালেন মমতা।
Published By: Paramita PaulPosted: 06:51 PM Mar 28, 2025Updated: 01:07 PM Mar 29, 2025

কুণাল ঘোষ (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): লন্ডন থেকে বাংলায় লগ্নি-ব্যবসা আসবেই, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তবে তার আগে কলকাতা-লন্ডন দু'দিন সরাসরি বিমান পরিষেবা চালু এবং বাংলায় অক্সফোর্ডের ক্যাম্পাস করেই ছাড়বেন। শুক্রবার লন্ডনে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজেই এমনটা জানালেন মমতা।

Advertisement

ছ'দিনের বিলেত সফরে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee London Tour)। তিনি নিজে লন্ডনে ভারতীয় হাইকমিশনে রাষ্ট্রদূত ও শিল্পপতিদের সঙ্গে আলোচনা সেরেছেন। বাংলার শিল্পবান্ধব চরিত্র তুলে ধরেছিলেন। জানিয়েছিলেন, বিনিয়োগ-কর্মসংস্থানের গন্তব্য বাংলা। পরদিন শিল্পবৈঠকে বাংলার শিল্পপতিরা বাংলার শিল্পবান্ধব ছবিটা তুলে ধরেন। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের 'পার্টনার কান্ট্রি' ছিল ব্রিটেন। সুতরাং বিলেত থেকে ভারতে যে বিনিয়োগ আসবেই সে বিষয়ে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী। সে কথা মাথায় রেখেই তিনি বলেন, "লগ্নি-ব্যবসা তো আসবেই।" তারপরই বাকি দু'টি বিষয় জোর দেওয়ার কথা বলেন। 

হাই কমিশনের আলোচনাচক্রেই কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “বাংলা বেশি দূরে নয়। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।” এরপর শিল্পবৈঠকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, ”কলকাতা-বিমান সরাসরি বিমান চালু করুন। ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “আগে এই বিমান পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।” 

গতকাল আমন্ত্রণে সাড়া দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন মমতা। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কলকাতায় ক্যাম্পাস খোলার আবেদন জানান তিনি। বলেন, “ভারতের শুরুটা হোক কলকাতা থেকে।” সূত্রের খবর, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একান্ত আলোচনায়ও এই আবেদন জানিয়েছিলেন। বলে রেখেছিলেন, রাজ্য সরকার জমি দিতে তৈরি। লন্ডন-কলকাতা সরাসরি বিমান এবং অক্সফোর্ডে ক্যাম্পাস শহরে আনতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। শুক্রবার সে কথাই জানিয়ে মমতা বলেন, "লগ্নি-ব্যবসা তো আসবেই। দু'দিন সরাসরি বিমান ও বাংলায় অক্সফোর্ডের ক্যাম্পাস করেই ছাড়ব।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লন্ডন থেকে বাংলায় লগ্নি-ব্যবসা আসবেই, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
  • তবে তার আগে কলকাতা-লন্ডন দু'দিন সরাসরি বিমান পরিষেবা চালু এবং বাংলায় অক্সফোর্ডের ক্যাম্পাস করেই ছাড়বেন।
  • শুক্রবার লন্ডনে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজেই এমনটা জানালেন মমতা।
Advertisement