কুণাল ঘোষ (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): চতুর্থবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ফের লন্ডন সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের ভাষণের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজের আগাম পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডে মমতার ভাষণ চলাকালীন 'রামবামে'র কুৎসা এবং বাংলাকে বদনাম করার অপচেষ্টা যে তাঁর উপর কোনও প্রভাবই ফেলতে পারেনি, সেটা বুঝিয়ে দিলেন মমতা।

অক্সফোর্ডে তাঁর ভাষণ পণ্ড করার অপচেষ্টা হয়েছিল। জনা ছয়েক রামবাম সমর্থক পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান চলাকালীন হট্টগোল বাঁধানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই সব অপচেষ্টা ব্যর্থ। কার্যত ঘাড়ধাক্কা খেয়ে কেলগ কলেজের সভাস্থল থেকে পালিয়ে যেতে হয়েছে তথাকথিত এসএফআই সমর্থকদের। আসলে তাঁদের মূল উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীকে বিব্রত করা এবং তাঁর ভাষণ ভেস্তে দেওয়া। দুটোর কোনওটাতেই তাঁরা সফল নন। রামবামের ওই আচরণে বিন্দুমাত্র বিচলিত হননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং ভাষণ শেষে বেশ খোশমেজাজে ধরা দিলেন তিনি।
অক্সফোর্ড থেকে ফেরার পথে দুরন্ত মুডে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসে প্রতিনিধিদলের অন্য সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে ফুরফুরে মেজাজে ফিরেছেন তিনি। যাত্রাপথে রবীন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদের গান থেকে শুরু করে 'উই শ্যাল ওভারকাম'ও গেয়েছেন সকলে। আসলে হাতে গোনা ওই এসএফআই সমর্থকদের কুৎসার কোনও প্রভাব অক্সফোর্ডের অনুষ্ঠানে পড়েনি। মুখ্যমন্ত্রীকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস দেখা গিয়েছে প্রবাসী বাঙালি এমনকী বিদেশিদের মধ্যেও। অক্সফোর্ডের পড়ুয়ারাও মমতার মুখে বিকল্প অর্থনীতি এবং সামাজিক নীতির কথা শুনে রীতিমতো প্রভাবিত এবং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।
গোটা সফরের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি মুখ্যমন্ত্রী। তিনি অক্সফোর্ড থেকে ফেরার পথেই জানিয়ে দিয়েছেন, "আমি ভোটের পর আবার আসব।" অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে ফের অক্সফোর্ড সফরে যাবেন। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করেছেন। মুখ্যমন্ত্রী অবশ্য অক্সফোর্ডে ভাষণেই জানিয়েছিলেন, এরপর বছরে দুবার লন্ডনে আসতে চান। আপাতত তাঁর নজরে বাংলার উন্নয়ন। আর এই উন্নয়নযজ্ঞে বাংলার মানুষ তাঁর পাশে থাকবেন, সে ব্যাপারে তিনি নিশ্চিত। এই পর্যায়ে সার্বিকভাবে সফল মুখ্যমন্ত্রীর সফর। আজ শুক্রবার হিথরো বিমানবন্দর থেকে রাতে দুবাইয়ের উড়ান। শনিবার দুপুরে দুবাই থেকে কলকাতা রওনা। পৌঁছবেন সন্ধেয়।