সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের ভূমিকা নেই! এমন তথ্যই উঠে এল কানাডার কমিশনের রিপোর্টে। জানা গিয়েছে, কানাডার নির্বাচন প্রক্রিয়া এবং সেদেশের গণতান্ত্রিক সংগঠনগুলির উপর বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছিল ওই কমিশন। সেই কমিশনের রিপোর্টেই বলা হয়েছে, নিজ্জরের খুনে কোনও বিদেশি রাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে প্রমাণ মেলেনি।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এই ঘটনার মাসতিনেক পরে কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ভারত। এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিবাদ করে নয়াদিল্লি। দুদেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়। ভারতের তরফে বারবার প্রমাণ চাওয়া হলেও ট্রুডোর মন্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি কানাডা।
এহেন পরিস্থিতিতে ২০২৪ সালের মে মাসে নিজ্জর খুনের অভিযোগে চার জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করে কানাডা পুলিশ। চলতি মাসেই জামিন পান নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয় করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। কিন্তু জামিন পেলেও জেল থেকে মুক্তি হয়নি তাঁদের। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত জেলেই আটকে থাকতে হবে তাঁদের। ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ট্রুডো। তবে এখনও কাজ চালাচ্ছেন তিনি। তার মধ্যেই প্রকাশ্য়ে এসেছে কানাডার নয়া রিপোর্ট।
'পাবলিক এনকোয়ারি ইনটু ফরেন ইন্টারফেরেন্স ইন ফেডেরাল ইলেকটোরাল প্রসেসেস অ্যান্ড ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস' শীর্ষক ওই রিপোর্টে সাফ বলা হয়েছে , কানাডার মাটিতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে বিদেশি যোগের প্রমাণ নেই। তবে ভারতের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই রিপোর্টে। কানাডার সংসদে ট্রুডোর মন্তব্যের পালটা দিতে ভারতের তরফে গুজব ছড়ানো হয়েছে বলে ওই রিপোর্টে দাবি। তবে নিজ্জর খুনে বিদেশের হাত নেই, সেকথা সাফ জানানো হয়েছে ওই রিপোর্টে। অর্থাৎ ট্রুডোর দাবি খারিজ করে দিল তাঁরই দেশের কমিটি।