সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা নাস্তানাবুদ, লেবাননে গ্যাজেট হামলা, সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাকে নিকেশ করেছে ইজরায়েল। এর পরেও দমতে রাজি নয় হেজবোল্লা। সোমবার ইজরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাল জঙ্গি সংগঠনটি। মোট ৯০টি রকেট আছড়ে পড়ে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। এই হামলার জেরে এক শিশু-সহ চার জন আহত হয়েছে। যদিও বেসরকারি সূত্রে খবর, আহত বহু। বেশ কিছু ইমারতের ক্ষতি হয়েছে। আগুন ধরে যায় অসংখ্য গাড়িতে। সব মিলিয়ে যুদ্ধের ধিকিধিকি আগুন ফের লেলিহান হয়ে উঠল।
সংবাদ সংস্থা জানাচ্ছে, হেজবোল্লার রকেট হামলায় উত্তর ইজরায়েলের হাফিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয় ইজরায়েলি সেনার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও কয়েকটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে হাফিয়ার উপকূল এলাকায়। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, হাফিয়া উপকূলের গালিলি এলাকায় বেশ কয়েকটি রকেটে বিস্ফোরণ ঘটায়। পার্শ্ববর্তী শহরতলি কারমেইলে আঘাত হানে কিছু ক্ষেপণাস্ত্র।
উল্লেখ্য, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বড় সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। রাষ্ট্রপুঞ্জে আমেরিকার রাষ্ট্রদূত পদে এলিস স্টেফানিককে বসানো হয়েছে। উল্লেখ্য, আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান পার্টির সদস্য ৪০ বছরের এলিসের ‘ইজরায়েলের বন্ধু’ হিসাবেই পরিচিতি রয়েছে। এই নিয়োগ মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছিল। এর মধ্যে নেতনিয়াহুর দেশে বড়সড় হামলা চালাল হেজবোল্লা।