সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প আরও জানালেন, অবৈধ অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নেবে ভারত। উল্লেখ্য, সোমবার নানা বিষয় নিয়ে ফোনে কথা হয় মোদি-ট্রাম্পের। তারপরেই প্রধানমন্ত্রীর মার্কিন সফরের বিষয়টি ঘোষণা করেন ট্রাম্প।
মোদির সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প স্পষ্ট বলেন, "ফেব্রুয়ারির কোনও একটা সময়ে মোদি আমেরিকায় আসবেন।" যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই আমেরিকা থেকে অভিবাসীদের 'তাড়িয়ে' দিচ্ছেন ট্রাম্প। সেই নিয়ে চলছে তুমুল বিতর্ক। আমেরিকার অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ ভারতীয় জনতা। সেই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।" উল্লেখ্য, আমেরিকা থেকে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়নি কলম্বিয়া। তার জেরে কলম্বিয়ার উপর বিরাট নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। তিনি লেখেন, ‘আজ আমেরিকার প্রেসিডেন্ট, আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করব।'
জানা গিয়েছে, বিশ্ব শান্তির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ফোনালাপের পর একটি বিবৃতিও জারি করা হয়েছে হোয়াইট হাউসের তরফে। আগামী দিনে আরও নতুন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে বলেই জানানো হয়েছে সেই বিবৃতিতে। বিশেষত ভারত-আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক এবং চিনের দাপট রুখতে কোয়াড জোটকে আরও এগিয়ে নিয়ে যেতে দুই রাষ্ট্রপ্রধান।