সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় সফল হয়েছে সংঘর্ষবিরতি। ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তির শর্ত হিসাবে ২০ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। এবার সমাজমাধ্যমের পোস্টে ইজরায়েলি পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইসঙ্গে গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য প্রশংসায় ভরালেন 'বন্ধু' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। মোদির মন্তব্য, ট্রাম্পের "অটল" শান্তি প্রচেষ্টা এবং নেতানিয়াহুর "দৃঢ় সংকল্প" প্রশংসনীয়।
এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, "দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর সমস্ত পণবন্দিকে মুক্তিকে পেয়েছে, তাঁদের আমরা স্বাগত জানাই। এই মুক্তি তাঁদের পরিবারের সাহস, রাষ্ট্রপতি ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য তথা গাজায়) শান্তি ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি।"
সোমবার মিশরের শর্ম-আল-শেখ শহরের অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। সভাপতিত্ব করে আমরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা-সহ ২০ টির বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। সম্মেলনে উভয়পক্ষের শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
সংঘর্ষবিরতির চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দিদের মুক্তি দেয় হামাস। ২০ জন ইজরায়েলি পণবন্দি ছিল হামাসের ডেরায়। সকলকেই মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী। দুই ধাপে বন্দিদের মুক্ত করেছে হামাস। প্রথমে ৭ জন এবং পরে ১৩ জনকে মুক্ত করা হয়েছে। সকলেই ২ বছর পর হামাসের ডেরা থেকে ইজরায়েলে ফিরলেন। উল্লেখ্য, পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইজরায়েল।
