shono
Advertisement
Masood Azhar

'১০০০০ ফিদায়েঁ জেহাদের জন্য প্রস্তুত', ক্ষেপণাস্ত্রের ক্ষত সামলে হুমকি মাসুদের

প্রকাশ্যে এল মাসুদ আজাহারের অডিও ক্লিপ।
Published By: Amit Kumar DasPosted: 01:21 PM Jul 09, 2025Updated: 01:21 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষেপণাস্ত্রের মার খেয়েও হুঁশ ফেরেনি জইশ প্রধান মাসুদ আজাহারের। এবার প্রত্যাঘাতের হুমকি দিল ভারতের হিটলিস্টে এই জঙ্গি নেতা। তার হুঁশিয়ারি, ১০ হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত হয়ে রয়েছে। তার নির্দেশ পেলেই জেহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে তারা। মাসুদের এহেন হুমকির এক অডিও ক্লিপ সামনে এসেছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

সংবাদমাধ্যম নিউজ১৮-এ প্রকাশিত হয়েছে মাসুদের সেই অডিও। দাবি করা হয়েছে, পাকিস্তানের বাহাওয়ালপুরের একটি মসজিদে এটি রেকর্ড করা। সেখান থেকেই এই জঙ্গি বার্তা দেয়, 'জইশ ই মহম্মদে বর্তমানে ৩০ হাজার যোদ্ধা রয়েছে। আমাদের ফিদায়েঁরা (আত্মঘাতী জঙ্গি) সম্পূর্ণরূপে প্রস্তুত। কোনও ক্ষেপণাস্ত্র তাদের থামাতে পারবে না। ১০ হাজার যোদ্ধা আত্মঘাতী জঙ্গি প্রস্তুত হয়ে রয়েছে। নির্দেশ পেলেই জেহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে তারা।' শুধু তাই নয় ওই জঙ্গিকে বলতে শোনা যাচ্ছে, 'মুজাহিদকে দেওয়া তহবিল জেহাদের জন্য ব্যবহার করা হবে।' পাকিস্তানের জন্য এই মুজাহিদ আশীর্বাদ স্বরূপ বলেও দাবি করে এই সন্ত্রাসী।

২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলা, ২০০১ সালের সংসদ হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত এই ভয়ংকর এই জঙ্গি। জানা গিয়েছে, বর্তমানে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর 'নিরাপদ আস্তানায়' লুকিয়ে রয়েছে এই মাসুদ। যদিও পাকিস্তানের তরফে বার বার সে দাবি অস্বীকার করা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো দাবি করেন, আন্তর্জাতিক এই জঙ্গিকে শনাক্ত করতে ও গ্রেপ্তার করতে তারা অক্ষম। ভারত যদি প্রমাণ করতে পারে মাসুদ পাকিস্তানে রয়েছে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। যদিও সে আফগানিস্তানে রয়েছে বলে দাবি ভুট্টোর।

উল্লেখ্য, ভারত দীর্ঘদিন ধরেই মাসুদ আজহার এবং লস্কর ই তইবার প্রধান হাফিজ সাইদকে পাকিস্তান থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে ইসলামাবাদ সে দাবি উড়িয়ে দিয়েছে। গত মে মাসে আজহার স্বীকার করেছেন বাহাওয়ালপুরে ভারতের অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটি ধ্বংসের জেরে তার পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ছিলেন তার বড় বোন এবং তার স্বামী, এক ভাগ্নে এবং তার স্ত্রী, আরেক ভাগ্নে এবং তার পরিবারের পাঁচ সন্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্ষেপণাস্ত্রের মার খেয়েও হুঁশ ফেরেনি জইশ প্রধান মাসুদ আজাহারের।
  • এবার প্রত্যাঘাতের হুমকি দিল ভারতের হিটলিস্টে এই জঙ্গি নেতা।
  • তার হুঁশিয়ারি, ১০ হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত হয়ে রয়েছে।
Advertisement