shono
Advertisement
Haiti

হাইতিতে গোষ্ঠী সংঘর্ষে খুন মার্কিন সাংসদের মেয়ে-জামাই! হত্যার পর জ্বালানো হল দেহ

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Published By: Amit Kumar DasPosted: 06:32 PM May 26, 2024Updated: 06:32 PM May 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোষ্ঠী সংঘর্ষে উত্তাল আফ্রিকার দেশ হাইতি। সেখানেই এবার দুষ্কৃতীদের গুলিতে খুন মার্কিন সাংসদ বেন বেকারের মেয়ে ও জামাই। খুনের পর দুজনের দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ্যে এনে শোক প্রকাশ করেছেন আমেরিকার রিপাবলিকান পার্টির সাংসদ বেকার। তিনি বলেন, 'এই মর্মান্তিক খবর শোনার পর আমার হৃদয় ভেঙে গিয়েছে। এমন চরম শোক আমি জীবনে কখনও পাইনি।'

Advertisement

পাশাপাশি সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'আপনারা জানেন আমার মেয়ে নাতালি লয়েড (২১) ও তাঁর স্বামী ডেভি লয়েড (২৩) হাইতিতে (Haiti) মিশনারি হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় নৃশংসভাবে খুন করে। আমার পরিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন এই চরম শোক কাটিয়ে ওঠার জন্য আমাদের কাছে অত্যন্ত কষ্টের। একইসঙ্গে লয়েড পরিবারের জন্য প্রার্থনা করবেন। এর বেশি আর কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না আমি।'

[আরও পড়ুন: লেহ যাওয়ার পথে মাঝ আকাশে দুর্ঘটনার কবলে বিমান, জরুরি অবতরণ দিল্লিতে]

এদিকে নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, নাতালি (Natalie Lloyd) ও ডেভি লয়েড হাইতিতে একটি পোর্ট অব প্রিন্সে মিশনারি হিসেবে কাজ করতেন। ২০০০ সালে এই মিশনের সুচনা করেছিলেন ডেভির বাবা-মা। মিশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় এক গির্জায় অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন। ঠিক সেই সময় ৩ টি ট্রাকে করে একদল স্বশস্ত্র দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়। তাঁদের বেঁধে ব্যাপক মারধরের পাশাপাশি লুটপাট চালায়। এর পর তাদের সঙ্গে যোগ দেয় আরও একটি দল। লুটপাটের পাশাপাশি স্বশস্ত্র হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি চালিয়ে নাতালি ও ডেভি-সহ আরও একজনকে গুলি করে খুন করে জ্বালিয়ে দেয় মৃতদেহ।

[আরও পড়ুন: ‘সচ্চা মুসলিম প্রাণ দিয়ে মঙ্গলসূত্র রক্ষা করে’, মোদির কটাক্ষের পালটা তোপ ওয়েইসির]

জানা গিয়েছে, ২০২২ সালের জুন মাসে বিয়ে হয়েছিল নাতালি ও ডেভি লয়েডের (Davy Lloyd)। বিয়ের মাত্র ৩ মাস পর জনসেবার কাজে হাইতি চলে যান তাঁরা। মার্কিন সাংসদের মেয়ে জামাইয়ের মৃত্যুর খবর জানার পর শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোষ্ঠী সংঘর্ষে উত্তাল আফ্রিকার দেশ হাইতি।
  • সেখানেই এবার দুষ্কৃতীদের গুলিতে খুন মার্কিন সাংসদ বেন বেকারের মেয়ে ও জামাই।
  • খুনের পর দুজনের দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Advertisement