সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের জন্য কুস্তির ট্রায়ালে কবে হবে? আপাতত এই প্রশ্নেরই জবাব খুঁজছেন ভারতীয় কুস্তিগিররা। যাঁদের কাছে জবাব থাকার কথা, সেই ক্রীড়াকর্তারা এখনও নিশ্চিতভাবে কোনও উত্তর দিতে পারছেন না ট্রায়াল নিয়ে!
প্রাথমিকভাবে ১৫ জুলাইয়ের মধ্যে এশিয়ান গেমসের জন্য কুস্তিগিরদের নাম পাঠানোর জন্য সদস্য দেশগুলিকে নির্দেশ দিয়েছিল এশিয়ার অলিম্পিক কাউন্সিল (ওসিএ)। নাম পাঠানোর আগে ট্রায়াল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন। এখনও পর্যন্ত সেই ট্রায়ালের দিন ঘোষণা করতে পারেনি ফেডারেশনের দায়িত্বে থাকা প্যানেল। প্যানেল সদস্য জিয়ান সিং দাবি করেছেন, নাম পাঠানো নিয়ে কাউন্সিলের সঙ্গে তাঁদের কথা হয়েছে। বেসরকারিভাবে কাউন্সিল তাঁদের আশ্বাস দিয়েছেন সময়সীমা বাড়ানো হবে। তবে সরসারিভাবে কোনও চিঠি দেওয়া হয়নি। এমনকী, কতদিন বাড়তি পাওয়া যাবে, তাও স্পষ্ট করেনি কাউন্সিল।
[আরও পড়ুন: তামিমের জায়গায় বাংলাদেশের নতুন ক্যাপ্টেন লিটন, বিশ্বকাপের দায়িত্ব পাবেন কি?]
নির্বাচন সংক্রান্ত কারণে আপাতত ভারতীয় কুস্তি ফেডারেশনের দায়িত্বে রয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন নিযুক্ত প্যানেল। ট্রায়াল প্রসঙ্গে প্যানেলের সদস্য জিয়ান সিংয়ের বক্তব্য, “নাম পাঠানোর সময়সীমা বাড়ানো নিয়ে এখনও সরকারিভাবে কাউন্সিল কিছু জানায়নি। তবে বেসরকারিভাবে আমাদের জানানো হয়েছে কিছুদিন ছাড় দেওয়া হবে। সেটা অবশ্য কতদিন তা জানা নেই। তবে আমরা ট্রায়ালে খুব বেশি দেরি করতে চাই না। আশা করছি সোমবারের মধ্যে সিদ্ধান্ত নিতে পারব আমরা। সেক্ষেত্রে ২০ জুলাই ট্রায়াল হবে।”
তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুস্তিগিররা ট্রায়ালে অংশ নিতে আসবেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে অন্তত ১০ দিন আগে ট্রায়ালের দিন ঘোষণা করতে চায় প্যানেল। জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন ভারতের প্রথমসারির একাধিক কুস্তিগির। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা দিনের পর দিন ধরনা দেন দিল্লিতে। ম্যাট থেকে দূরে থাকার কারণ দেখিয়ে ট্রায়ালের আগে প্রস্তুতির সময় চেয়ে আবেদন করেন প্রতিবাদী কুস্তিগিররা। এরপরই আইওএ-র তরফে নাম পাঠানোর সময়সীমা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর জন্য কাউন্সিলকে অনুরোধ করা হয়। যদিও সেই দাবি কতটা মেনে নেবে কাউন্সিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।