shono
Advertisement

Breaking News

চলন্ত ট্রেনে যুবকের ‘স্টান্ট’! ভাইরাল ভিডিও

মুম্বইয়ের মুমব্রা স্টেশন থেকে সেন্ট্রাল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল লোকাল ট্রেনটি৷ সেই সময়ই দেখা যায় ট্রেনের ছাদে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি৷ ইলেকট্রিক পোস্টগুলি সামনে আসতেই মাথা নামিয়ে নিচ্ছেন অত্যন্ত নিপুনভাবে৷ The post চলন্ত ট্রেনে যুবকের ‘স্টান্ট’! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:59 PM Jun 29, 2016Updated: 01:36 PM Jun 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিডিওটি দেখে মনে হতেই পারে কোনও বলিউড ছবির শুটিং চলছে৷ কারণ বড়পর্দায় সুপারস্টার সলমন খানকে ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকতে বা কিং খানকে চলন্ত ট্রেনের ছাদে নাচতে দেখেছেন দর্শকরা৷ তাই এমন ছবি নতুন নয়৷ কিন্তু ঘটনা হল, এটি শুটিং নয়৷ মুম্বইয়ের লোকাল ট্রেনের ছাদে এমনই ভয়ংকর স্টান্ট দেখাচ্ছেন এক ব্যক্তি৷

Advertisement

মুম্বইয়ের মুমব্রা স্টেশন থেকে সেন্ট্রাল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল লোকাল ট্রেনটি৷ সেই সময়ই দেখা যায়, চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি৷ ইলেকট্রিক পোস্টগুলি সামনে আসতেই মাথা নামিয়ে নিচ্ছেন অত্যন্ত নিপুনভাবে৷ দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে৷ লোকাল ট্রেনের ছাদে যাতে এধরনের ঘটনা না ঘটে, তার জন্য এর আগেও রেলমন্ত্রক কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল৷ তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল৷ স্টান্টম্যানের খোঁজ শুরু করেছে রেল পুলিশ৷

মনে জোর থাকলে দেখে ফেলুন ভিডিওটি৷

The post চলন্ত ট্রেনে যুবকের ‘স্টান্ট’! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement