shono
Advertisement

ইসমাইলের পর কাশ্মীরে লস্করের রাশ ধরল ‘আইইডি’জিনাত

উপত্যকা অশান্ত করতে লস্করের ছক বদল। The post ইসমাইলের পর কাশ্মীরে লস্করের রাশ ধরল ‘আইইডি’ জিনাত appeared first on Sangbad Pratidin.
Posted: 10:44 AM Sep 17, 2017Updated: 05:14 AM Sep 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবু ইসমাইলের পর এবার কাশ্মীর উপত্যকায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার রাশ ধরল জিনাত উল ইসলাম৷ তবে ইসমাইলের উত্তরসূরী জিনাত ভারতীয় নাগরিক৷ কাশ্মীরের ভূমিপুত্র। আর এতেই উদ্বিগ্ন দেশের গোয়েন্দারা।

Advertisement

সূত্রের খবর, নেতা নির্বাচনে এবার পন্থা পালটায় লস্কর৷ উপত্যকায় সংগঠনের রাশ ধরতে এবার স্থানীয়দেরই প্রাধান্য দিচ্ছে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনটি৷ স্থানীয়দের মধ্যে প্রতিপত্তি ও এলাকা নখদর্পনে থাকায় অগ্রাধিকার পাচ্ছে তারা৷ বৃহস্পতিবার ভারতীয় জওয়ানদের গুলিতে নিকেশ হয় অমরনাথ হামলার মূলচক্রী ও লস্কর কমান্ডার পাক জঙ্গি আবু ইসমাইল৷ কুখ্যাত জঙ্গি আবু দুজানা খতম হওয়ার কিছু পরেই উপত্যকায় লস্করের কামান সামলানোর ভার পায় ইসমাইল৷ তারপরই ১০ জুলাই ভয়াবহ জঙ্গি হামলা হয় অমরনাথ যাত্রীদের উপর৷ প্রাণ হারান ৮ পূণ্যার্থী৷

[মাত্র তিন মিনিটেই খতম অমরনাথ হামলার মূলচক্রী আবু ইসমাইল]

কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, লস্করের কমান্ডার পদের জন্য একাধিক দাবিদার রয়েছে সংগঠনটিতে৷ এতদিন পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিরাই দলটির কমান্ডার পদে নিযুক্ত হয়ে এসেছে৷ তবে এবার ছক পালটেছে লস্কর৷ জম্মু-কাশ্মীরে জেহাদের বিষ ছড়াতে ভূমিপুত্র জঙ্গিদের বেছে নিচ্ছে জঙ্গি দলটি৷ ফলে মনোনীত হয় জিনাত৷ তবে শুধু এটাই কারণ নয়৷ জানা গিয়েছে, ২৮ বছরের ওই জঙ্গি আইইডি বানাতে পারদর্শী৷ ফলে তাকে ‘আইইডি জিনাত’ বলেও ডাকা হয়৷ এছাড়াও উপত্যকা সম্পর্কে তার বেশ দখল রয়েছে তার৷ ২০১৫ সালে লস্করে যোগ দেয় জিনাত৷ তারপরই ইসমাইলের সহকারি হিসাবে বেশ কয়েকটি নাশকতামূলক অভিযানে নামে সে৷ বর্তমান উপত্যকায় ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের তালিকায় পাঁচ জনের মধ্যে নাম রয়েছে তার৷

উল্লেখ্য, বেশ কয়েকবছর থেকেই গোয়েন্দাদের রাডারে রয়েছে জিনাত৷ ২০০৮-এ ‘আল বদর’ নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে৷ ২০১১-এ জেল থেকে মুক্তি পেয়ে লস্করে যোগ দেয় সে৷ তারপর থেকেই গা ঢাকা দিয়েছে জিনাত৷ তার খোঁজে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে বলেও খবর৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে সোপিয়ান ভয়াবহ জঙ্গি হামলার নেপথ্যে ওই জঙ্গির হাত ছিল বলে অভিযোগ৷

[দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত নয়, রাষ্ট্রসংঘে জানাল ভারত]

The post ইসমাইলের পর কাশ্মীরে লস্করের রাশ ধরল ‘আইইডি’ জিনাত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement