shono
Advertisement
Horoscope

চন্দ্র ও কেতুর মিলন, তৈরি হবে ভয়ংকর যোগ, বিপদের খাঁড়া নামবে এই ৫ রাশির জাতকের উপর!

তালিকায় কোন কোন রাশি?
Published By: Subhankar PatraPosted: 06:01 PM Jun 28, 2025Updated: 07:47 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার, ২৯ জুন চন্দ্র ও কেতুর যোগ! জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই যোগকে অত্যন্ত খারাপ হিসাবে মানা হয়। ৫ রাশির জাতক-জাতিকার জীবনে নামবে দুর্যোগ! বিঘ্নিত হবে মানসিক শান্তি! ভুল পদক্ষেপ বা সিদ্ধান্ত নিলে খারাপ ভুগতে হবে ফল! আগামী কয়েকদিন সাবধানে থাকতে ৫ রাশির জাতক-জাতিকাদের। তালিকায় কোন কোন রাশি? চন্দ্র-কেতুর যোগই বা কী? কেন তৈরি হচ্ছে এই যোগ?

Advertisement

জ্যোতিষশাস্ত্র অনুসারে জানা যাচ্ছে, আগামীকাল রবিবার সিংহ রাশিতে প্রবেশ করবে চন্দ্র। আগে থেকেই এখানে বিরাজমান কেতু। এই দুইয়ের ফলে তৈরি হচ্ছে চন্দ্র-কেতুর ভয়ংকর যোগ! মেষ, কর্কট, সিংহ, মকর ও মীন রাশির জীবনে খারাপ সময় আসবে বলে মনে করা হচ্ছে। কী প্রভাব পড়বে এই রাশিগুলির জাতক-জাতিকাদের জীবনে?

মেষ রাশি: চন্দ্র-কেতুর ভয়ানক যোগের কারণে, এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এড়িয়ে যাওয়াই ভালো। অগত্যা যেতে হলে খুব সাবধানে চলাফেরা করুন। মানসিক স্থিতি বিঘ্নিত হতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়কালে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারোর সম্পর্ক নিন্দা করবেন না। মন সংকীর্ণ হয়ে ওঠে। এছাড়া আপনি নিজেই মহাসংকটে পড়তে পারেন। চাকরি বদলের বিকল্প থাকলে ঝুলিয়ে রাখবেন না। তাতে সুযোগ হাতছাড়া হতে পারে।

সিংহ রাশি: এই রাশিতেই আগে থেকেই বিরাজমান কেতু। রবিবার প্রবেশ করবে চন্দ্র। তৈরি হবে ভয়ংকর যোগ! খুব সাবধানে থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। পারিবারিক একাধিক সমস্যার মুখে পড়তে হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। অযথা অর্থ খরচ করবেন না।

মকর রাশি: যোগের ফলে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পাবে। চাকরি হোক বা ব্যবসা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

মীন রাশি: কোনও বিনিয়োগের জন্য এই সময় ভালো নয়। তা না হলে বিপদে পড়তে হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামিকাল রবিবার চন্দ্র ও কেতুর যোগ!
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই যোগকে অন্ত্যত খারাপ হিসাবে মনে করা হয়। যার জেরে ৫ রাশির জাতক-জাতিকার জীবনে নেমে আসবে দুর্যোগ।
  • বিঘ্নিত হবে মানসিক শান্তি। ভুল পদক্ষেপ বা সিদ্ধান্ত নিলে খারাপ ফল ভুগতে হবে!
Advertisement