সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের জীবন অনিশ্চতায় ভরা। এক পলকে খুশি, তো পর মুহূর্তে দুঃখ। পরের দিন কী ঘটবে তা জানতে প্রতিটি মানুষই কৌতূহলি। জ্যোতিষশাস্ত্র তার কিছুটা আভাস দেয় বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, গ্রহগুলো বিভিন্ন সময়ে রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে। যার প্রভাব পড়ে প্রত্যেকের জীবনে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৬ নভেম্বর সূর্য দেবতা স্বাতী নক্ষত্র ছেড়ে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। যার জেরে সিংহ, বৃশ্চিক, মেষ এই তিন রাশির জাতক-জাতিকার জীবনে ঘটবে আমূল পরিবর্তন।
সিংহ রাশি: সূর্যদেবতা তাঁর স্থান পরিবর্তন করে সিংহ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করছেন। যার ফলে এই রাশির জাতক-জাতিকারা নিজের সাহস ফিরে পাবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বৈদেশিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যাপক লাভ পাবেন। কর্মক্ষেত্রেও সমান সুযোগ আসবে। ভাইবোনের সম্পর্কের উন্নতি হবে।
বৃশ্চিক রাশি: সূর্যের নক্ষত্র পরিবর্তন সেরা সময় নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জীবনে। কঠিন সমস্যাগুলো মিটে যেতে পারে। সহজেই লক্ষ্য অর্জন হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সাফল্য পাবেন। ব্যবসার সম্প্রসারণ ঘটতে পারে। শ্রমজীবীদের ক্ষেত্রেও ভালো সুযোগ আসবে।
মেষ রাশি: সূর্যদেবতার এই পরিবর্তন মেষ রাশির জাতিকাদের সামাজিক সম্মান বাড়িয়ে তুলবে। দীর্ঘদিন ধরে করা কোনও কাজের স্বীকৃতি মিলবে। বিশেষ সম্মান অর্জন করতে পারেন। এই সময়কালে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ব্যবসার দিক থেকে চরম লাভ পাবেন। অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রেও নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন।