shono
Advertisement

Breaking News

Weekly Horoscope

১৬-২২ নভেম্বর ২০২৫ Horoscope: ধনভাব শুভ বৃষ রাশির, সপ্তাহটা কেমন যাবে বাকিদের?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 10:50 AM Nov 16, 2025Updated: 10:50 AM Nov 16, 2025

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে কর্কটে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় চন্দ্র, তুলায় রবি এবং শুক্র, বৃশ্চিকে মঙ্গল ও বক্রী, কুম্ভে রাহু, মীনে বক্রী শনি। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। অপ্রিয় সত‌্য বলে অপরের বিরাগভাজন হবেন না। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ অাসবে। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। পরিবারে সামাজিক অনুষ্ঠান নিয়ে আত্মীয়-স্বজনের উপহাসের কারণ হতে পারেন। মায়ের স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা-মার কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ও গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন।

বৃষ

এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে ধনভাব শুভ। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন‌্য শারীরিক সমস‌্যা দেখা দেওয়ার সম্ভাবনা। আপনার ব‌্যক্তিগত জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি থেকে মুক্তি। মহিলাদের এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তানের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। বয়স্ক জাতক-জাতিকারা খাওয়া-দাওয়ার অনিয়মের জন‌্য পেটের সমস‌্যায় পড়তে পারেন।

মিথুন

চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনার আরও যত্নবান হওয়া উচিত। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। কর্মক্ষেত্রে গোপন শত্রুর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে।

কর্কট

এই সপ্তাহটি খুব আশানুরূপ যাবে না। বয়স্ক জাতক-জাতিকারা হঁাটুর ব‌্যথায় কষ্ট পেতে পারেন। নতুন গৃহনির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে বিরত থাকবেন। সমাজক‌ল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। গৃহে সুখশান্তি বজায় থাকবে। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে।

সিংহ

ছোট ব‌্যবসায়ীরা প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। প্রতিবেশীর অন‌্যায় অাচরণকে সমর্থন করবেন না। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। যানবাহনের ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারও স্বাস্থে‌্যর অবনতিতে মানসিক উদ্বেগ। আপনার শ্রম ও বুদ্ধির জোরে ব‌্যবসায় উন্নতি। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন।

কন্যা

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী সপ্তাহের শুরুতে অার্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকে সঞ্চয়ে মন দিন। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। দুর্জন ব‌্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। বাবার শরীর ক্রমান্বয়ে সুস্থ হবে। হস্তশিল্পীরা তঁাদের শিল্পসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন।

তুলা

সপ্তাহের অদ‌্যভাগে বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও আর্থিক লাভ। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। সন্তানের বিবাহ নিয়ে পারিবারিক গোলযোগ দেখা দিতে পারে। ব‌্যবসায়ীদের পুরনো পাওনা টাকা ফিরে পাওয়ার যোগ লক্ষ‌ করা যায়। আপনার স্বাধীনচেতা মনোভাবের জন‌্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পিতা-মাতার মধে‌্য কারও একজনের শারীরিক অসুস্থতা ক্রমশ বেড়ে যেতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে। ভাইবোনের সঙ্গে সদভাবের অভাব হতে পারে।

বৃশ্চিক

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী উপার্জন মোটামুটি ভালোই হবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ‌্য করা যায়। কর্মসূত্রে ভিন রাজে‌্য ভ্রমণের সুযোগ আসতে পারে। পারিবারিক ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। সন্তানের লেখাপড়ায় সাফলে‌্যর জন‌্য মানসিক শান্তি। আমদানি-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। পারিবারিক শান্তির জন‌্য সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। নিজের ও পরিবারের স্বাস্থে‌্যর প্রতি যত্নবান হোন।

ধনু

সপ্তাহের শুরুতে লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। এই রাশির জাতক-জাতিকাদের অত‌্যধিক কাজের চাপের ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। কোনও কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। চাষিরা উৎপাদিত ফসলে সঠিক দাম পাবেন।

মকর

এই সপ্তাহে কোনও শুভ খবর আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারের অনেকেই আপনার অনিষ্ট করতে পারে। শিল্পকর্মের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ছোট সন্তানের অস্থিরতা ও চাঞ্চল‌্যর জন‌্য পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। নতুন ব‌্যবসা করার জন‌্য বাবা-মায়ের থেকে অর্থসাহায‌্য পেতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। ব‌্যবসার কাজে ছোটখাটো ভ্রমণ হতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বঁাচানোর চেষ্টা করুন।

কুম্ভ

তুলনামূলকভাবে সপ্তাহটি শুভ। প্রৌঢ় ও মধ‌্যবয়স্ক ব‌্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা জরুরি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফলে‌্যর মুখ দেখতে পাবেন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। বিদ‌্যার্থীদের জন‌্য সময়টি অনুকূল।

মীন

কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ‌ করা যায়। বন্ধু বা অাত্মীয়ের সহায়তায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। নতুন গৃহনির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায় হতে পারে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে, এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। কঠিন পরিস্থিতিতে মাধা ঠান্ডা রেখে কাজ করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহের শুরুতে লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ ধনু রাশির।
  • কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ‌ করা যায় মীন রাশির।
  • এই সপ্তাহে কোনও শুভ খবর পেতে পারেন মকর রাশির জাতক-জাতিকারা।
Advertisement