shono
Advertisement

কে এগিয়ে, কে পিছিয়ে? নজরে কোন তারকা? আইএসএল শুরুর আগে জানুন সব দলের খুঁটিনাটি

কতটা শক্তিশালী এসসি ইস্টবেঙ্গল, এটিকে-মোহনবাগান?‌
Posted: 06:12 PM Nov 19, 2020Updated: 06:12 PM Nov 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়ে যাবে ISL-এর। করোনা আবহে জৈব সুরক্ষা বলয়ে গোয়াতে বসছে এবারের আসর। প্রথম দিনেই মুখোমুখি এটিকে–মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। কলকাতার আরেক দল এসসি ইস্টবেঙ্গল আবার ডার্বি দিয়ে নিজেদের আইএসএল অভিযান শুরু করবে। এই প্রথম দেশের সেরা লিগ সাক্ষী থাকবে দেশের সেরা ম্যাচটির। কারণ প্রথমবার যুযুধান দুই প্রতিপক্ষ আইএসএলের মঞ্চে। সব মিলিয়ে মোট এগারোদলের টুর্নামেন্ট। এই প্রতিবেদনে আলোচনা করা হল টুর্নামেন্টের সমস্ত দলগুলোকে নিয়েই:‌

Advertisement

১. ‌এটিকে–মোহনবাগান: এবারই প্রথম আইএসএলের মঞ্চ কাঁপাবে সবুজ–মেরুন জার্সি। দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। দলে একাধিক তারকার ছড়াছড়ি। আক্রমণে যেমন রয়েছেন রয় কৃষ্ণা–ডেভিড উইলিয়ামস–এডু গার্সিয়ারা, তেমনই রক্ষণে রয়েছে তিরি–সন্দেশ ঝিঙ্ঘান জুটি। দলের ভারতীয় স্কোয়াডও দুর্দান্ত শক্তিশালী। রয়েছেন ধীরজ সিং (‌গোলরক্ষক)‌, প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাস, প্রণয় হালদারের মতো খেলোয়াড়রা।

[আরও পড়ুন:‌ অস্ট্রেলিয়া সিরিজের আগে জোড়া সুখবর! ফিট হচ্ছেন ইশান্ত, নেটে অনুশীলন শুরু ঋদ্ধিরও]

২.‌ বেঙ্গালুরু এফসি:‌ গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা দল বেঙ্গালুরু এফসি। দলের এক্স ফ্যাক্টর অবশ্যই দেশের বর্তমান ফুটবল আইকন সুনীল ছেত্রী। দলের কোচ কার্লোস কুয়াদ্রাত (‌Carles Cuadrat)‌। রক্ষণে জুয়ানান–অ্যালবার্টের জুটি যেকোনও দলের ফরোয়ার্ড লাইনকে আটকে দিতে পারে। এছাড়া গোলে গুরপ্রীতের উপস্থিতি এবং আশিক কুরিয়ান, উদান্তাদেরও বেঙ্গালুরুকে সাফল্য এনে দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে দলের গড় বয়স অবশ্যই চিন্তায় রাখবে তাঁদের।

৩.‌ মুম্বই সিটি এফসি:‌ এবারে মুম্বইয়ে দলের দায়িত্বে সের্জিও লোবেরা। গত বারের সেরা খেলোয়াড় হুগো বৌমাস (Hugo Boumous‌)‌ বাদে রয়েছেন লে ফন্দ্রে। গত দু’‌মরশুম ফন্দ্রে খেলেছেন অস্ট্রেলিয়ার এ লিগের দল সিডনি এফসিতে। ফন্দ্রে এবং বৌমাস দু’‌জনেই দুরন্ত খেলোয়াড়। দু’‌জনের উপরেই অনেকাংশে নির্ভর করবে মুম্বইয়ের সাফল্য। এছাড়া ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন অমরিন্দর সিং (‌গোলরক্ষক), সার্থক গোলুই, রাওলিন বর্জেস, রেনিয়ার ফার্নান্ডেস।‌

৪.‌ এফসি গোয়া:‌ করোনা আবহে এবার গোয়াতেই বসছে আইএসএলের আসর। ফলে ঘরের মাঠের সুবিধা প্রথম থেকেই পাবে তারা। দলের কোচ এবার জুয়ান ফেরান্ডো (‌Juan Ferrando)‌। গতবার দুরন্ত ফুটবল খেলা গোয়ার এবারের অন্যতম হাতিয়ার অবশ্যই ইগর আনগুলো। ৩৬ বছর বয়সি এই স্প্যানিশ ফরোয়ার্ড অ্যাথলেটিক বিলবাওয়ের ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন। ইগর ছাড়াও রয়েছেন এডু বেদিয়া, ইশান পন্ডিতার মতো বিদেশি তারকারা। এছাড়াও রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মন্দার রাও দেশাই, লেনের মতো খেলোয়াড়রা।

[আরও পড়ুন:‌ কেরালার জার্সিতে পারেননি, এবার এটিকে–মোহনবাগানের হয়ে স্বপ্নপূরণ করতে চান সন্দেশ ঝিঙ্ঘান]

৫.‌ কেরালা ব্লাস্টার্স:‌ কোচ কিবু ভিকুনা। মোহনবাগানের আইলিগ জয়ী কোচ এবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে। দু’‌বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে না পারা কেরালা এবার বেশ দুর্দান্ত দল তৈরি করেছে। ওগবেচে দল ছাড়ার পর তাঁর জায়গায় আনা হয়েছে গ্যারি হুপারকে। ৩২২টি ম্যাচ খেলে যিনি ১৪৭টি গোল এবং ৫৫টি অ্যাসিস্টও করেছেন। এমনকী প্রস্তুতি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একমাত্র গোলটি তিনিই করেন। এছাড়াও রয়েছেন বেইতিয়া, কোস্তার মতো বিদেশিরা। স্বদেশিদের তালিকায় নিশু কুমার থেকে শুরু করে সাহাল আবদুল সামাদ, যেকোনও দলের ঘুম কেড়ে নিতে পারেন।

৬.‌ চেন্নাইয়িন এফসি:‌ চেন্নাইয়ের দলের দায়িত্ব এবার সাবা লাসলোর (‌Csaba Laszlo)‌ হাতে। ১৬ বছরের কোচিং কেরিয়ারে অনেক সাফল্যও পেয়েছেন সাবা। দলে রয়েছেন রাফায়েল ক্রিভালেরো, জ্যাকব সিলভেস্টারের মতো বিদেশিরা। এছাড়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, জেরি, ছাংতের মতো তারকাও।

৭.‌ ওডিশা এফসি:‌ এবার নতুন কোচ নিয়োগ করেছে ওডিশাও। দলের দায়িত্ব সামলাবেন স্টুয়ার্ট বক্সটার (‌Stuart Baxter)‌। দলে রয়েছেন স্টিভেন টেলর, মার্সিলিনহোর মতো তারকা। ভারতীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন বিনীথ রাই, অর্শদীপ সিং, জর্জ ডি’‌সুজা, কমলপ্রীত সিংদের মতো খেলোয়াড়রা।

৮.‌ জামশেদপুর এফসি:‌ জামশেদপুরের নয়া কোচের নাম ওয়েন কোল (Owen Coyl‌e)। গতবার তিনি চেন্নাইয়িন এফসির কোচ ছিলেন। স্টিফেন এজে দলের অন্যতম তারকা। নাইজেরিয়ান এই সেন্টার ব্যাকের বয়স ২৬ বছর। আইএসএলে এটাই তাঁর প্রথম বছর। নিজেদের রক্ষণ জমাট করতেই তাঁকে দলে নিয়েছে জামশেদপুর। এছাড়া ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন অমরজিৎ সিংয়ের মতো ফুটবলাররা।

৯.‌ নর্থ–ইস্ট ইউনাইটেড:‌ দলের কোচ জেরার্ড নুস ক্যাসানোভা (Gerard Nus Casanova‌)‌। দলের বিদেশি তারকা অবশ্যই ফেডেরিকো গ্যালেগো, কেউসি আপিয়া (Kwesi Appiah‌)‌ । দু’‌জনের উপরেই পাহাড়ের দলটি অনেকাংশে ভরসা করবে। এছাড়া বেশ কয়েকজন ভালমানের ভারতীয় ফুটবলারও রয়েছেন দলে।

১০. হায়দরাবাদ এফসি: হায়দরাবাদের দলটির দায়িত্ব সামলাবেন ম্যানুয়েল মারকোয়েজ রোকা (‌Manuel Marquez Roca)‌। এবারে তাঁদের চমক আরিদেন সান্তানা। তাঁকে ঘিরেই হায়দরাবাদের যাবতীয় আক্রমণ তৈরি হয়েছিল হত মরশুমে। এবারেও তাঁর দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা। এছাড়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আদিল খান, নিখিল পূজারির মতো তারকারাও।

[আরও পড়ুন:‌ রাজনৈতিক সংকটে ISL! টিম বাস আটকে বিক্ষোভ কংগ্রেসের, টুর্নামেন্ট পণ্ড করার হুমকি]

১১.‌ এসসি ইস্টবেঙ্গল:‌ নানান টালবাহানার পরে প্রথমবার আইএসএলে যোগ দিচ্ছে এসসি ইস্টবেঙ্গলও (SC East Bengal)। দলের কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার। দলের বিদেশিদের মধ্যে অন্যতম হলেন অ্যান্থনি পিলকিংটন, মাঘোমা এবং স্কট নেভিল। এছাড়া ভারতীয় খেলোয়াড়দের মধ্যে জেজে–বলবন্তের ফরোয়ার্ড লাইন অন্যদলকে যথেষ্ট বেগ দেবে। এছাড়া গোলে রয়েছে দেবজিৎ, শংকরের মতো খেলোয়াড়রা। মহম্মদ রফিক, লিংডো, বিকাশ জাইরুদের নিয়ে তৈরি লাল–হলুদের মাঝমাঠও যথেষ্ট শক্তিশালী।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement