shono
Advertisement
East Bengal

আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামেশদপুর, বাস্তবের মাটিতে ধারাবাহিকতা খুঁজছেন অস্কার

চোট-আঘাত নিয়ে আগের তুলনায় স্বস্তিতে ইস্টবেঙ্গল।
Published By: Subhajit MandalPosted: 02:43 PM Dec 21, 2024Updated: 02:43 PM Dec 21, 2024

স্টাফ রিপোর্টার: ইন্ডিয়ান সুপার লিগের ইস্টবেঙ্গলে অনেক কিছুই নেই। তার মধ্যে অন্যতম বিষয় হল ভালো খেলার ধারাবাহিকতা না থাকা। লিগে সাড়ে চার বছর কাটিয়ে ফেলেও এখনও পর্যন্ত টানা তিনটে ম্যাচ জেতেনি তারা।

Advertisement

শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি-র মুখোমুখি হওয়ার আগে সেই ধারাবাহিকতার খোঁজ করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলছিলেন, “আমরা সবে ছন্দে ফিরেছি। সেটা ধরে রাখতে হবে। ঘরের মাঠে পরপর ম্যাচ জেতার প্রভাব মরশুমের বাকি সময়ের উপরেও পড়বে। সেজন্য জামশেদপুর ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফিরে পাওয়া ছন্দ যাতে নষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে।” লিগ টেবলে জামশেদপুর আপাতত রয়েছে ছ’নম্বরে, ইস্টবেঙ্গল এগারোয়। কোচ অস্কারের পাখির চোখ লিগ টেবলে প্রথম ছয়ে উঠে আসা। যিনি শুনিয়ে গেলেন, “জামশেদপুর প্রথম ছয়ে আছে। আমরাও সেখানে যেতে চাইছি। তবে সেজন্য জয়ের খিদে আর সাফল্যের ইচ্ছে আরও বাড়াতে হবে আমাদের।” শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুরুতে দু’গোল খেলেও দ্বিতীয়ার্ধে চার গোল করে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে লিগ টেবলে উঠে আসার জন্য সেই দ্বিতীয়ার্ধের পুনরাবৃত্তি ঘটাতে হবে বলে বার্তা লাল-হলুদ কোচের। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচটা জিতলে লিগ টেবলে একধাপ উঠে দশ নম্বর হয়ে যাবে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের মতো জামশেদপুরও নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়েছে। সেই পারফরম্যান্স নজর এড়ায়নি অস্কারের। একইসঙ্গে তাঁর দলের মহানাটকীয় জয় যে বিশ্লেষণ করেছেন প্রতিপক্ষ কোচ খালিদ জামিল, তা নিয়েও নিশ্চিত তিনি। স্প্যানিশ হেডস্যরের কথায়, “ডেভিড, বিষ্ণুরা শেষ ম্যাচে কী করেছে, সেটা দেখেই খালিদ ওর পরিকল্পনা সাজিয়েছে। আমি ওকে স্পোর্টিং ক্লাব ডি গোয়ার কোচ থাকার সময় থেকে চিনি। ও তখন মুম্বই এফসির কোচ ছিল যতদূর মনে পড়ে। খালিদ ওর দলকে লড়াইয়ের মানসিকতায় তৈরি করে। ও প্রমাণ করে দিয়েছে, আইএসএলে ভারতীয় কোচরাও সাফল্য পেতে পারে। ফলে, শনিবার আমাদের কাজটা একেবারেই সহজ হবে না।” এই অবস্থায় তাই বাস্তববাদী হওয়ার উপরেই জোর দিচ্ছেন তিনি। “আমি প্রথম দিন থেকে একটা কথা বলছি। লিগ টেবলের এতটা নিচে থাকা ইস্টবেঙ্গলের মতো ক্লাবের প্রাপ্য নয়। ইস্টবেঙ্গল এর থেকে ভালো জায়গায় থাকার মতো দল। সেই লক্ষ্যপূরণের জন্য আমাদের সেরা ছয়ে থাকতে হবে। তাই আমি এখন আশাবাদী হতে চাই না। বরং তার পরিবর্তে বাস্তববাদী হওয়ার উপর জোর দিচ্ছি,” শুক্রবার বলছিলেন অস্কার।

তবে দল নিয়ে এখন কিছুটা স্বস্তিতে অস্কার। মাদিহ তালালকে এই মরশুমে আর পাওয়া যাবে না। সল ক্রেসপো ফিরতে ফিরতে বছর শেষ হয়ে যাবে। এর বাইরে নতুন কোনও চোট সমস্যা নেই। হেক্টর ইউস্তে, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এদিন অনুশীলন করলেন পুরোদমেই। জিকসন সিং কার্ড সমস্যা মিটিয়ে ফেরায় মাঝমাঠে বিকল্প বাড়ছে। ‘কনকাশন’ কাটিয়ে খেলার জন্য তৈরি মহেশ সিংও। যদিও শেষ ম্যাচের প্রথম একাদশে বিশেষ বদল করবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যর।

আজ আইএসএলে
ইস্টবেঙ্গল বনাম
জামশেদপুর এফসি
যুবভারতী, সন্ধ্যা ৭.৩০
স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টসে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি-র মুখোমুখি হওয়ার আগে সেই ধারাবাহিকতার খোঁজ করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
  • ম্যাচ জিতে লিগ টেবলে উঠে আসার জন্য সেই দ্বিতীয়ার্ধের পুনরাবৃত্তি ঘটাতে হবে বলে বার্তা লাল-হলুদ কোচের।
  • ঘরের মাঠে বছরের শেষ ম্যাচটা জিতলে লিগ টেবলে একধাপ উঠে দশ নম্বর হয়ে যাবে ইস্টবেঙ্গল।
Advertisement