shono
Advertisement

যোগ্যতা নিয়ে প্রশ্ন! কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটারের সঙ্গে টুইট যুদ্ধ আকাশ চোপড়ার

'ও তো ম্যাচ উইনারই নয়', নিউজিল্যান্ডের ওই তারকাকে কটাক্ষ করেছিলেন আকাশ। The post যোগ্যতা নিয়ে প্রশ্ন! কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটারের সঙ্গে টুইট যুদ্ধ আকাশ চোপড়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Oct 03, 2020Updated: 05:05 PM Oct 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra)। টুইটযুদ্ধে জড়িয়ে পড়লেন কিউয়ি ক্রিকেটার জিমি নিশামের (Jimmy Neesham) সঙ্গে। বিবৃতি, পালটা বিবৃতিতে সরগরম নেটদুনিয়া।

Advertisement

[আরও পড়ুন:‌ ‌‘‌বয়স কিন্তু দল থেকে বাদ পড়ারও কারণ,’‌ নাম না করে ধোনিকে কটাক্ষ পাঠানের]

ঘটনার শুরু ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়ার জিমি নিশামকে নিয়ে একটি বক্তব্য ঘিরে। যেখানে তিনি পাঞ্জাবের (Kings XI Punjab) প্রথম একাদশে জিমির থাকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ওরা নিশামকে খেলাচ্ছে, যে একজন বিদেশি ফাস্ট বোলার। অথচ পাওয়ার প্লে কিংবা ডেথ ওভারে কখনও ওকে বল করতে দেখি না। এমনকী চার বা পাঁচ নম্বরে ব্যাট করার মতো ব্যাটসম্যানও নয়। তাই কিংস ইলেভেন পাঞ্জাব কেন তাঁকে খেলাচ্ছে জানি না?‌ তোমরা এমন একজনকে খেলাচ্ছো যে কি না ম্যাচ উইনারই নয়।‌’‌’‌

[আরও পড়ুন:‌ ‘সন্ত্রাসবাদী’ হামলার ছক, ১০ বছরের জেল হতে পারে অজি ক্রিকেটার খোয়াজার ভাইয়ের]

এরপরই নিশামকে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি আকাশ চোপড়ার এই মন্তব্যের কথা জানান এবং তাঁর পালটা মতামত জানতে চান। জবাব দিতে গিয়ে আকাশ চোপড়ার আইপিএলের পরিসংখ্যান টেনে লেখেন, ‘‌‘১৮.‌৫ এর গড় এবং স্ট্রাইক রেট ৯০ থাকলেও ম্যাচ জেতা যায় না।‌’‌’

কিন্তু বাগযুদ্ধ এখানেই থামেনি। পালটা প্রতিক্রিয়ায় আকাশ আবার টুইট করেন, ‘‌‘‌সত্যিই তাই বন্ধু, আর তাই আমাকে এখন কেউ নেয় না। আমি অন্য কোনও কাজের জন্যই বেতন পাই। এটা জেনে খুশি হলাম যে, আমার পর্যবেক্ষণ নিয়ে তোমার কোনও আপত্তি নেই। বাকি আইপিএলের জন্য অনেক শুভেচ্ছা।’‌’‌

 

The post যোগ্যতা নিয়ে প্রশ্ন! কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটারের সঙ্গে টুইট যুদ্ধ আকাশ চোপড়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement