সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড। সেখানে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি। সেই ইনিংসে ভর করেই নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক বছরে ১৬০০ রান পূর্ণ করলেন তিনি।
চলতি বছরে দুরন্ত ফর্মে রয়েছেন স্মৃতি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডের মধ্যে দুটিতেই সেঞ্চুরি হাঁকান তিনি। একটি ম্যাচে ৯০ রান আসে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও ওই সিরিজে সেঞ্চুরি করেছিলেন স্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগেই ইতিহাস লেখার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন স্মৃতি। রবিবার নতুন নজির গড়লেন তিনি।
রবিবার ভদোদরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মহিলা ব্রিগেড। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন স্মৃতি। তাঁর সঙ্গী হন প্রথম ওয়ানডে খেলতে নামা প্রতিকা রাওয়াল। ১০২ বলে ৯১ রান করে আউট হন স্মৃতি। ততক্ষণে তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে নতুন ইতিহাস। ২০২৪ সালে এখনও পর্যন্ত ১৬০২ রান করেছেন স্মৃতি। ক্রিকেট ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এক বছরে টপকেছেন ১৬০০ রানের গণ্ডি।
স্মৃতির দুরন্ত ইনিংসের ভিতের উপর বড় রানের ইমারত গড়ে ভারত। ৫০ ওভার শেষে ৩১৪ রান তোলে উইমেন ইন ব্লু। হরলিন দেওল, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ, অধিনায়ক হরমনপ্রীত কউর-সকলেই রান পেয়েছেন। তবে বিরাট রান তাড়া করতে নেমে মাত্র ২৬ ওভারেই ৯ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।