shono
Advertisement
Durgapur

পর পর দুই বাড়িতে চুরি, জানলার গ্রিল ভেঙে বিপুল নগদ ও প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট

সিসিটিভিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুরি!
Posted: 10:49 AM May 05, 2024Updated: 10:50 AM May 05, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: জানলার গ্রিল ভেঙে নগদ দেড় লক্ষ টাকা-সহ প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটি সেন্টার এলাকার পাশাপাশি দুটি বাড়িতে। সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজার তেইশ নাম্বার স্ট্রিট এ পরপর দুটি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির পিছন দিকে দিয়ে ঢুকেছিল দুষ্কৃতীরা। পিছনের জানলা খুলে, গ্রিল ভেঙে ঘরে ঢোকে তারা। এর পর আলমারি খুলে নগদ ও গয়না নিয়ে চম্পট দেয় তারা। শুধু নগদ বা গয়না নয়, খোয়া গিয়েছে মূল্যবান সোনা, ঘড়ি-ও। জানা গিয়েছে, দুই বাড়ি মিলিয়ে মোট ১৮ ভরি সোনার গয়না, কিছু রুপোর গয়না এবং প্রায় নগদ দেড় লক্ষ টাকা।

[আরও পড়ুন: প্রতিবাদের জের, রোহিত ভেমুলার বন্ধ তদন্ত ফের চালুর আশ্বাস পুলিশের]

উল্লেখ্যযোগ্য বিষয় দুটি বাড়িতেই সিসিটিভি রয়েছে। তাতে দেখা গিয়েছে, চারজন মুখ বাধা অবস্থায় বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। পরে পিছনের দিকের সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়, যাতে তাদের কুকীর্তি ধরা না পড়ে। পর পর দুটি বাড়িতে এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: ‘বিজেপির পরিকল্পিত চক্রান্ত’, সন্দেশখালির ‘স্টিং’ ভিডিও হাতিয়ার করে তোপ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানলার গ্রিল ভেঙে নগদ দেড় লক্ষ টাকা-সহ প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
  • দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটি সেন্টার এলাকার পাশাপাশি দুটি বাড়িতে।
  • সিসিটিভি থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement