অর্ণব দাস, বারাকপুর: বিরোধী দলনেতার খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী-সহ রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজশ থাকার অভিযোগ তোলেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার তাঁর বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তাঁর অভিযোগের ভিত্তিতে শুক্রবারের মধ্যে বারাকপুরের প্রাক্তন সাংসদকে থানায় তলব করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বুধবার ভাটপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন। অভিযোগ করেন, "শুভেন্দু অধিকারীর কনভয়ে গাড়ি ঢুকিয়ে আইডি ব্লাস্ট করানো হতে পারে। পাবলিক প্রোগ্রামে থাকলে রাসায়নিক স্প্রে করা হতে পারে। এছাড়াও এখন বহু অনলাইন সংবাদমাধ্যম হয়েছে। কেউ সাংবাদিক সেজে ভুয়ো বুম বানিয়ে কাছে গিয়ে হামলা চালাতে পারে।"
জেহাদিদের দিয়ে এই হামলা করানোর পিছনে রাজ্য পুলিশ-সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট শুভেন্দু অধিকারী। তাঁর মত কেন্দ্রীয় সরকারের কড়া নিরাপত্তা পাওয়া ব্যক্তিকে রাজ্য এজেন্সির সহযোগিতা ছাড়া খুন করা সম্ভব নয়। হামলাকারীদের সেভ প্যাসেজ করে দিতে বিশেষভাবে দু-তিনজন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিভিক ভলান্টিয়ারের নামে স্টেট এজেন্সিতে জেহাদি ঢুকিয়ে জাল পাসপোর্ট, আধার কার্ড বানানো হচ্ছে।
ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, "আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রয়েছে। তাই তাঁর নামে বলায় আমার খারাপ লেগেছে। অর্জুন সিংয়ের কাছে কোনও তথ্যপ্রমাণ নেই। তবুও যখন খুশি যা ইচ্ছে বলে দিচ্ছেন এটা ঠিক নয়। এছাড়াও ২০১৯ সালের পরে জগদ্দল, ভাটপাড়ায় বহু গণ্ডগোল হয়েছিল। সে মন্তব্য করে তিনি আবার অশান্ত করে তুলতে চাইছেন। সে কারণেই পুলিশের কাছে অভিযোগ জানানো।"
পুলিশ সূত্রে খবর, অর্জুন সিংকে ই-মেল মারফত নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিস দেয় জগদ্দল থানার পুলিশ। তবে অর্জুন সিং বর্তমানে রাজ্যে নেই। তাই তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় না থাকার কারণে অর্জুন সিং হাজিরা দিতে হয়তো পারবেন না। সেক্ষেত্রে আইনজীবী মারফত পরবর্তী তারিখ নিতে পারেন বলেই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।