shono
Advertisement

গরুর পেট থেকে বেরল ১০০ কেজি প্লাস্টিক

প্রথমে ডাক্তাররা ভেবেছিলেন রাস্তার পাশে পড়ে থাকা গরুটি বোধহয় সন্তানসম্ভবা৷ The post গরুর পেট থেকে বেরল ১০০ কেজি প্লাস্টিক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:37 PM Sep 03, 2016Updated: 06:07 PM Sep 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল গরুটি৷ জীবদয়া চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা যখন আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, চিকিৎসক কার্তিক শাস্ত্রী প্রথমে ভেবেছিলেন গরুটি সন্তানসম্ভবা৷ বোধহয় শারীরিক দূর্বলতার জন্য হাঁটাচলা করতে পারছে না৷

Advertisement

গরুটির শারীরিক পরিস্থিতি দেখে তিনি অস্ত্রোপচার করবেন বলে ঠিক করেন৷ কিন্তু, অস্ত্রোপচার করতে গিয়েই হতবাক পশু চিকিৎসক৷ প্রায় ১০০ কেজি প্লাস্টিক ও বর্জ্য পদার্থ ছিল গরুটির পেটে৷ যা একে একে বার করেছেন তিনি৷ শুধু প্লাস্টিক নয় স্ক্রিউ, পেরেক, বিদ্যুতের তার সবই ছিল এই আবর্জনার মধ্যে৷

রাস্তায় পড়ে থাকা গরুর পেট থেকে আবর্জনা বের হওয়া কোনও নতুন ঘটনা নয়৷ এর আগেও ২৫ থেকে ৪০ কেজি মতো আবর্জনা পাওয়া গিয়েছে৷ তবে এত বেশি পরিমানে বর্জ্য পদার্থ কোনও প্রাণীর দেহ থেকে পাওয়া একটা বড় ব্যাপার বলে জানিয়েছেন কার্তিক শাস্ত্রী৷ এর জন্য তিনি মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন৷ জানিয়েছেন, অনেকদিন আগেই চার মাইক্রনের বেশি প্লাস্টিকের ব্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার৷ তবে, গরুটির পেট থেকে যে প্লাস্টিক মিলেছে, তার ৯৮ শতাংশই এই নিষেধাজ্ঞার মাত্রার বেশি৷

The post গরুর পেট থেকে বেরল ১০০ কেজি প্লাস্টিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement