সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে লাগাতার ঝগড়া হত। সংসার ছেড়ে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিলেন মহিলা। শনিবার ফের মোবাইলে তাঁদের
ঝামেলা হয়। তারপরই দুুই সন্তান-সহ নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন বধূ। ১৮ মাসের সন্তানের মৃত্যু হয়েছে। সাড়ে চার বছরের বড় ছেলে ও মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি চেন্নাইয়ের পুল্লাপুরম এলাকার। ৩১ বছর বয়সি ওই মহিলার নাম, আর দিব্যা। ২০১৯ সালে একই সংস্থায় কর্মরত দীর্ঘদিনের বন্ধু রামকুমারকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ায় গত দুমাস ধরে সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন তাঁরা। এরমধ্যেই শনিবার ফোনে ফের তাঁদের ঝামেলা হয়। তারপরই দুই সন্তানকে নিয়ে ঘরের গেট বন্ধ করে দেন দিব্যা।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, বারবার ডাকা হলেও দরজা খোলেননি তিনি। অভিযোগ, এরপরই ধারালো অস্ত্র দিয়ে দুই সন্তান-সহ নিজের গলা চিরে বাইরে বেরিয়ে আসেন বিদ্যা। তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাপের বাড়ির সদস্যরা। দিব্যা ও দুই সন্তানকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মাসের শিশুপুত্রকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাড়ে চার বছরের ছেলেকে ও দিব্যাকে আইসিউতে ভর্তি করা হয়েছে।
খবর যায় পুলিশে। ওই মহিলার বাপের বাড়ির লোক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে ঝগড়ার জেরেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। স্বামীকে ডেকে তদন্ত শুরু করেছে পুলিশ।