shono
Advertisement

নতুন ১০০ টাকার নোটের গেরো, দেশজুড়ে এটিএম সংস্কারের খরচ ১০০ কোটি

নতুন নোট চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন৷ The post নতুন ১০০ টাকার নোটের গেরো, দেশজুড়ে এটিএম সংস্কারের খরচ ১০০ কোটি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 AM Jul 21, 2018Updated: 10:57 AM Jul 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাস থেকেই বাজারে নতুন ১০০ টাকার নোট আনতে চলেছে আরবিআই।আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ল্যাভেন্ডার রংয়ের হবে নতুন ১০০ টাকার নোট৷ এই নোটের মাপ হবে প্রস্থে ৬৬ মিলিমিটার৷ দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার হবে নতুন নোট৷ নতুন ১০০ টাকার নোট বর্তমানের থেকে আয়তনে অনেকটাই ছোট৷ অথচ নতুন ১০ টাকার নোটের থেকে বড় হবে ওই নোট৷ নোটের এই আকারের জন্যই এখন যত বিপত্তি৷ নতুন নোট আগের তুলনায় আকারে ছোট হওয়ায় এটিএমগুলিতে তা ব্যবহার করা যাবে না৷ ফলে গোটা দেশে ছোট নোটের ঘাটতি দেখা দিতে পারে৷ যদিও, আরবিআই জানিয়েছে নতুন নোট এলেও পুরনো নোটগুলি চালু থাকবে, সেক্ষেত্রে আর্থিক লেনদেনে অসুবিধা হওয়ার কথা না৷ তবে, লেনদেনে সমস্যা না হলেও বড়সড় আর্থিক ক্ষতি হতে চলেছে সরকারের৷

Advertisement

[মোদিতেই ভরসা সংসদের, তীব্র বাদানুবাদের পর আস্থা ভোটে জয় এনডিএ-র]

আসলে গোটা দেশের মোট ২.৪ লক্ষ এটিএম মেশিনকে নতুন ১০০ টাকার নোটের উপযুক্ত করতে হবে৷ যার আনুমানিক খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা৷ এটিএম সংস্থাগুলির দাবি, কদিন আগেই নতুন ২০০ টাকার নোট চালু করেছে সরকার৷ যার জন্য এটিএম গুলিকে সংস্কার করতে হয়েছিল৷ তাতেও মোটা টাকা খরচ হয়েছে৷ সেই সঙ্গে ভোগান্তির শিকার হয়েছেন মানুষ৷ আবার নতুন ছোট সাইজের ১০০ টাকা বাজারে এলে নতুন করে সারাতে হবে এটিএমগুলিকে৷ সেক্ষেত্রে আরও অন্তত ১০০ কোটি টাকা খরচ করতে হবে৷ তাছাড়া নতুন নোট এলেও পুরনো নোটগুলি বাতিল হচ্ছে না৷ দুই ধরণের নোট একসঙ্গে চালু থাকায় সমস্যায় পড়তে হবে এটিএম কর্তৃপক্ষকে৷ এটিএম কর্তৃপক্ষের আরও এক আধিকারিক বলছেন, মেশিনগুলি সংস্কারের পর যদি সরকার উপযুক্ত পরিমাণ নতুন নোট সরবরাহ না করতে পারে সেক্ষেত্রেও অর্থের জোগানে সমস্যা হতে পারে৷

[বিফলে রাহুলের ‘সহিষ্ণুতার পাঠ’, জবাবি ভাষণে চেনা ছন্দেই বিরোধীদের আক্রমণ মোদির]

নোট বাতিলের পর এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে৷ নতুন নোটগুলি আকারে পুরনো নোটের চেয়ে ছোট হওয়ায় শুরুর দিকে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয় অধিকাংশ এটিএম৷ ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় মানুষ৷ নোট বাতিলের পরও নতুন ২০০ টাকার নোট চালু করার সময় প্রচুর টাকা খরচ হয়েছে সরকারের৷ খরচের অঙ্ক জানার পর নতুন ১০০ টাকার নোট প্রচলনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে৷

The post নতুন ১০০ টাকার নোটের গেরো, দেশজুড়ে এটিএম সংস্কারের খরচ ১০০ কোটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement