shono
Advertisement

মাত্র দু’বছরে ২০০ মেডেল জয়, নজির বিশ্বরেকর্ড গড়া ১০৬ বছরের ‘তরুণী’র

১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন হরিয়ানার বৃদ্ধা।
Posted: 07:14 PM Jun 28, 2023Updated: 07:14 PM Jun 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ‘মাত্র’ ১০৬ বছর। কিন্তু বয়সের বাধা উপেক্ষা করেই বিশ্বরেকর্ড গড়েছেন। ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়ার পরে এবার নয়া নজির গড়লেন হরিয়ানার (Haryana) রামবাই। মাত্র দু’বছরের মধ্যে জিতেছেন ২০০টি পদক। দেরাদুনের জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনটি সোনার পদক জিতে এই নজির ছুঁয়েছেন তিনি। বৃদ্ধার এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা আর মাধবন।

Advertisement

সারাজীবন খেলাধুলোর সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না রামবাইয়ের। মাত্র দু’বছর আগেই দৌড়ের ট্র্যাকে নেমেছেন তিনি। পাঞ্জাবের মন কউরকে দেখেই অনুপ্রাণিত হন হরিয়ানার শতায়ু ‘তরুণী’। রামবাইকে উৎসাহ যোগান তাঁর নাতনি শর্মিলা। বাড়িতে তৈরি দুগ্ধজাত খাবার আর নিজেদের চাষের সবজি খেয়েই মাঠে নামার শক্তি বাড়াতে থাকেন হরিয়ানার রামবাই।

[আরও পড়ুন: খাস কলকাতার ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৮ গাড়িতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের]

২০১৬ সাল থেকে অ্যাথলেটিক্সের ট্র্যাকে নামা শুরু করেন তিনি। দীর্ঘদিন ধরে অনুশীলন করে নিজেকে তৈরি করেন। দু’বছর আগে প্রতিযোগিতায় যোগ দিতে শুরু করেন। তারপর ভারত থেকে শুরু করে বিদেশের প্রতিযোগিতা- সমস্ত ক্ষেত্রেই দাপট দেখিয়েছেন। ১০৪ বছর বয়সে নজির গড়েছেন তিনি। ৮৫ বছরের বেশি বয়সিদের মধ্যে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন। ৪৫.৫০ সেকেণ্ডে ১০০ মিটার দৌড়ে সকলকে চমকে দেন রামবাই। তবে বিশ্বরেকর্ড গড়েও থেমে থাকেননি তিনি।

এবার মাত্র দু’বছরের মধ্যে ২০০টি পদক জয়ের কীর্তি স্থাপন করলেন রামবাই। সোমবার দেরাদুনের ক্রীড়া প্রতিযোগিতার তিনটি ইভেন্টে নেমেছিলেন। ১০০ ও ২০০ মিটার দৌড়ের পাশাপাশি শটপাটেও অংশ নেন তিনি। প্রত্যেক ইভেন্ট থেকেই সোনার পদক আসে রামবাইয়ের ঝুলিতে। পোডিয়ামে পদক নেওয়ার পর যখন তাঁর নাতনি সাহায্য করতে এগিয়ে আসছেন, ১০৬ বছরের চ্যাম্পিয়ন বললেন, “আমাকে সাহায্য করতে হবে না,যাদের দরকার তাদের সাহায্য করো।” এই নজিরের খবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন আর মাধবন। 

[আরও পড়ুন: এজলাসে বসেই QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রকে ধরলেন হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement