shono
Advertisement

ফের মেক্সিকোয় বন্দুকবাজের হানা, মৃত অন্তত ১২

কারা, কী উদ্দেশে হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।
Posted: 01:20 PM Oct 16, 2022Updated: 01:20 PM Oct 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোয় ফের বন্দুকবাজের হানা। মেক্সিকোর (Mexico) স্থানীয় সময় শনিবার সন্ধেয় শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরের একটি বারে হামলা চালায় একদল বন্দুবাজ। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত ১২ জনের। গুরুতর জখম অন্তত ৩।

Advertisement

মধ্য মেক্সিকোর শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরে মাফিয়াদের দাপট ক্রমশ বাড়ছে। পুলিশের ধারনা, মেক্সিকোর ওই বারে আচমকাই হামলা চালায় মাফিয়ারা। বারে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলে ৬ মহিলা-সহ ১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে কয়েকজন বারের কর্মীও রয়েছেন। কারা, কী উদ্দেশে হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের হদিশ, শিবপুরে গাড়ির ভিতর নগদ ২ কোটি ও সোনা-হিরের গয়না]

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর মেক্সিকোয় বন্দুকবাজের হামলা চালায়। প্রাণ যায় শহরের মেয়র-সহ মোট ১৮ জনের। সিটি হলে হামলার আগে শহরের প্রাক্তন মেয়রের বাড়িতে ঢুকে হত্যা করে হামলাকারীরা। পুলিশের রিপোর্ট বলছে, দলের পাণ্ডার হত্যার বদলা নিতেই নারকীয় হত্যালীলা চালায় ড্রাগ মাফিয়ারা।

দক্ষিণ পশ্চিম মেক্সিকোর ছোট শহর সান মিগুয়েল টোটালাপনের টাউন হলে হামলা চালায় জনা কয়েক আততায়ী। গুলিতে ঝাঁজরা করে দেয় শহরের মেয়র, কাউন্সিল সদস্য এবং পুলিশের পদস্থ কর্তাদের। লস টাকিলারস মাফিয়া গ্যাং হামলা চালায় বলে অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মনে করা হচ্ছে, গ্যাংস্টার রায়বেল জ্যাকব দে আলমোন্টের মৃত্যুর বদলা নিতেই এই হামলা।

[আরও পড়ুন: ইডি’কে দরাজ সার্টিফিকেট নির্মলা সীতারমণের, পালটা কী বলছে তৃণমূল?]

উল্লেখ্য, ২০১৫-২০১৭ সাল পর্যন্ত সান মিগুয়েলে দাপট ছিল ড্রাগ মাফিয়া গ্যাং লস টাকিলারস। মেয়রকে খুনের হুমকি দিত তারা। এর মাঝেই গ্যাং লিডার রায়বেল জ্যাকব দে আলমোন্টের ওরফে এল টাকিলারসকে নিকেশ করে পুলিশ। সেই খুনের বদলা নিতেই এই হামলা বলে মনে করছে পুলিশ। আততায়ীদের খোঁজে সেনা ও নৌবাহিনী নামানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement