সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনের অগ্রগতির জন্য এবার গ্রামাঞ্চলেও ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করল কেন্দ্র৷ ২০১৭ সালের মধ্যে মধ্যপ্রদেশের ১৩,০০০ গ্রামে সস্তার ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে মধ্যপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে৷ পঞ্চায়েতগুলিতে মিলবে এই ইন্টারনেট পরিষেবা৷
জানা গিয়েছে বিএসএনএল-এর মাধ্যমে গ্রামগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে৷ ক্যাশলেস লেনদেন এবং প্লাস্টিক মানি সংক্রান্ত বিষয়ে আম আদমিকে সচেতন করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, ভারত নেট ফান্ডের চতুর্দশ কমিশনের তরফে এই প্রজেক্টের টাকা জোগান দেওয়া হবে৷ কৃষক, গ্রামের মহিলা এবং সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেন সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ৷ জানা গিয়েছে, প্রথম পর্যায়ে জুন মাস থেকে এই পরিষেবা৷ ১৩,০০০ গ্রামে গ্রামবাসীরা মাত্র ১০০ টাকার পরিবর্তে পাবেন হটস্পটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা৷
ইতিমধ্যেই মধ্য প্রদেশের ১০,৫১৪ গ্রামে পৌঁছে গিয়েছে এই পরিষেবা৷ নতুন বছের ১৩,০০০ গ্রামে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন ভোপাল শাখার বিএসএনএল চিফ জেনারেল ম্যানেজার জি সি পান্ডে৷
The post ক্যাশলেস লেনদেনের খাতিরে ১৩,০০০ গ্রামে পৌঁছবে ওয়াই-ফাই appeared first on Sangbad Pratidin.