নিরুফা খাতুন: রাজ্যে জমিয়ে শীতের আমেজ। তবে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হতে এখনও খানিকটা দেরি। কারণ, সে পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ২৯ নভেম্বর, শুক্রবার নাগাদ ধেয়ে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরের পার্বত্য এলাকায়। এদিকে, কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। শীত যেন কাছে এসেও আসছে না।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ডিসেম্বর আসার আগেই জমিয়ে শীতের আমেজ রাজ্যে। কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমেছে, পুরুলিয়ায় তা ১১ ডিগ্রি সেলসিয়াস। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ থাকছে কিছু জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম।
এদিকে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ২৯ শে নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ-পশ্চিমের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। পণ্ডিচেরি থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বদিকে এই মুহূর্তে তার অবস্থান। আগামী ১২ ঘন্টায় শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তবে ঘূর্ণিঝড়ে তা পরিণত হবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। এই ঝঞ্ঝার অভিমুখ উত্তর-পশ্চিম দিক। আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি নাও পড়তে পারে বাংলায়।
আগামী শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ৩০ তারিখ, শনিবার ও ১ ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ উত্তরবঙ্গে। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদহ জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। হালকা বৃষ্টির একসঙ্গে হালকা মাঝারি কুয়াশা।
কলকাতায় তাপমাত্রা আরও নামছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৮৮ শতাংশ।