shono
Advertisement

Breaking News

দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ, বাতিল ১৪৩টি ট্রেন, যাত্রীদের চরম ভোগান্তি

Published By: Sayani SenPosted: 10:30 AM Mar 16, 2024Updated: 10:33 AM Mar 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে চলবে ইন্টারলকিংয়ের কাজ। তার ফলে শনিবার মধ্যরাত থেকে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল। মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলেই রেল সূত্রে খবর। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। তবে শনিবার সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। ট্রেন না পাওয়ায় বিপাকে নিত্যযাত্রীরা।

Advertisement

পূর্ব রেল সূত্রে খবর, দমদমের ইন্টারলকিং সিস্টেমটি ১৯৯৬ সাল থেকে কাজ করছে। সেই সিস্টেম আধুনিকীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। আর ঠিক সে কারণেই দমদম স্টেশনে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ। তার জেরে টানা ৫২ ঘণ্টা শিয়ালদহ শাখায় মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে।

এবার একনজরে দেখে নেওয়া যাক শনিবার কোন কোন ট্রেন বাতিল:

শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুরের শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে। এ ছাড়াও শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখার বেশ কয়েকটি লোকাল। এছাড়া বারাকপুর-দমদম, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর ও মাঝেরহাট-নৈহাটি শাখার কিছু ট্রেন। বাতিল শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেসও।

[আরও পড়ুন: ‘অর্থের পিছনে দৌড়লে সম্মান পাওয়া যায় না’, কর্মিসভায় কেঁদে ফেললেন বিশ্বজিৎ দাস]

রবিবার বাতিল কোন কোন ট্রেন:
শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, ব্যারাকপুর-দমদম জংশন, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট-সহ একাধিক ট্রেন। বাতিল শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেসও।

সোমবার সকাল থেকে আবার এই শাখায় রেল চলাচল স্বাভাবিক হবে।

[আরও পড়ুন: লাল দুর্গ থেকে ঘাসফুলের শক্ত ঘাঁটি, সংগঠনহীন বিজেপি, নজরে ডায়মন্ড হারবারের লড়াই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement