সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারের হাত ধরে করোনা (Corona Virus) সংক্রমণ লাফিয়ে বেড়েছে বঙ্গে। ফল ঘোষণার দিনও সেই ট্রেন্ড অব্যাহত রইল। তবে সামান্য কমল মৃত্যু। স্বস্তি দিয়ে অনেকটাই বেড়েছে সুস্থতা।
রবিবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন। শনিবার ১৭ হাজার ৫১২ জনের শরীরে থাবা বসিয়েছিল মারণ জীবাণু। ফলে এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। এদিন সর্বাধিক সংক্রমিতের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (৩ হাজার ৯৪২)। সংক্রমণের নিরিখে সামান্য পিছিয়ে কলকাতা ( ৩ হাজার ৯৩৫)। ১ হাজার ছুঁইছুঁই সংক্রমিতের হদিশ মিলেছে হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমানে।
[আরও পড়ুন : বিপর্যয়ের নির্বাচনে হার বিজেপির বহু হেভিওয়েটের, মুখরক্ষা মুকুলের]
এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে তালিকার শীর্ষে উত্তর ২৪ পরগনা। মহানগরে একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (২৩)। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩৯ জন। তবে এদিন দৈনিক সুস্থতা বেড়েছে অনেকটা
স্বাস্থ্য দপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৮৭ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ১৪ হাজার ৩৭৪ জন। রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৩ হাজার ৩৫৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৯৪ শতাংশ। বর্তমানে রাজ্যের মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪৯৫ জন।
[আরও পড়ুন : পার্থ থেকে অরূপ, সবুজ ঝড়ে জয়ী রাজ্যের অধিকাংশ মন্ত্রীই]
করোনা সংকট মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে রাজ্য সরকার। শনিবার থেকে জারি হয়েছে কড়া নিয়মবিধি। দিনে ৫ ঘণ্টা বাজার খোলা থাকবে, বন্ধ শপিংমল, সিনেমাহল রেস্তরাঁ, জিম, স্পা। নবান্নের তরফে পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। পাশাপাশি, করোনা চিকিৎসার অন্যতম মূল উপকরণ অক্সিজেন জোগানে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যান্য রাজ্য থেকেও অক্সিজেন কেনা হবে। করোনা রোগীদের মৃত্যুতে সৎকারের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দাহ করা হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি।