সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড় রাস্তায় নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হল রাজধানী দিল্লি (Delhi)। ১৮ বছরের এক যুবককে লাথি-ঘুসি-চড়ের পাশাপাশি ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করল সাত থেকে নয় নাবালকের একটি দল। পথচলতি জনতা পাশে দাঁড়িয়ে সেই হত্যাকাণ্ড দেখল, তবে যুবককে বাঁচানোর চেষ্টা করল না কেউ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছে নেটদুনিয়া।
শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে দিল্লির সংগম বিহার এলাকায়। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, ৮ নাবালকের একটি দল এক যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর করছে। পাশাপাশি ছুরি দিয়ে কোপানো হচ্ছে যুবককে। রক্তে যুবকের জামা ভিজে যায়। এক সময় রাস্তার পাশে পড়ে যান তিনি। পরে কেউ বা কারা তাঁকে দিল্লির মাজিদিয়া হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে।
[আরও পড়ুন: ভারত না ইন্ডিয়া, সংখ্যাতত্ত্বের নিরিখে কোন নামটি দেশের জন্য অধিক মঙ্গলজনক?]
যুবকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সফদরজং হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সূত্রে সব ক’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাল অস্ত্রও।
[আরও পড়ুন: ২০০ ঘণ্টায় ৩০০ বৈঠক, জি-২০-তে যুদ্ধবিরোধী ঘোষণাপত্রের নেপথ্যে এই ৫ কূটনৈতিক]
ডিসিপি চন্দন চৌধুরী জানান, বছর খানেক আগে মৃত যুবকের বন্ধুকে মারধর করেছিল একটি ডিজে দল। শনিবার সন্ধেবেলা হত্যাকারী অভিযুক্তদের একজনকে ওই ডিজি দলের সদস্য বলে ভুল করেন যুবক। মারধর করেন নাবালককে। ‘বদলা’ নিতে নাবালক তার তুতো ভাইকে খবর দেয়। তুতো ভাই তার বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। তখনই প্রকাশ্যে রাস্তায় যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধরের পাশপাশি ছুরি দিয়ো কোপানো হয়। পরে তাতেই মৃত্যু হয়েছে যুবকের। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।