shono
Advertisement

আজ জাকার্তায় শুরু এশিয়ান গেমস, রেকর্ড পদকজয়ের লক্ষ্যে নামছে ভারত

ভারতের পতাকাবাহী নীরজ চোপড়া। The post আজ জাকার্তায় শুরু এশিয়ান গেমস, রেকর্ড পদকজয়ের লক্ষ্যে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 11:17 AM Aug 18, 2018Updated: 11:47 AM Aug 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ জাকার্তায় শুরু হচ্ছে ১৮তম এশিয়ান গেমস। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়াড। জাকার্তা ছাড়াও এশিয়ান গেমসের ইভেন্টগুলি আয়োজিত হবে পালেমবার্গ পশ্চিম জাভা এবং বান্টেন শহরে। টানা ১৫ দিন ধরে চলতে থাকা ইভেন্টে অংশগ্রহণ করছে মোট ৪৫টি দেশ। মোট ৫৮টি ইভেন্টে অংশ নেবেন প্রায় ১০ হাজার অ্যাথলিট। ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন মোট ৮০৪ জন। এর মধ্যে ৫৭২ জন অ্যাথলিট পদকজয়ের লক্ষ্যে নামবেন। তাদের সাহায্য করবেন ২২২ জন কোচ এবং সাপোর্ট স্টাফ। আজ বিকেলে উদ্বোধন অনুষ্ঠানটি হবে জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে। প্রতিবারের মতো এবারেও বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হবে এশিয়ার বৃহত্তম স্পোর্টিং ইভেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন নীরজ চোপড়া। ইতিমধ্যেই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজয় করেছেন এই জ্যাভলিন থ্রোয়ার।

Advertisement

[আদালতে জয় শামির, ‘মডেল’ হাসিনের খোরপোশের আবেদন খারিজ]

সম্প্রতি কমনওয়েলথ গেমসে প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে ভারতের পারফরম্যান্স। এশিয়াডেও তেমনই পারফরম্যান্সের আশায় ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। তবে, এশিয়ান গেমসে চিন, জাপানের মতো হেভিওয়েটরা আছে, তাই পদক তালিকায় প্রথম সারিতে থাকায় লক্ষ্য ভারতের। ৫৭২ জন অ্যাথলিটের দলে হরিয়ানার ১৬ বছরের শুটার মণু ভাকের থেকে শুরু করে সুশীল কুমারের মতো অভিজ্ঞরা রয়েছেন। পদক জয়ের জন্য ভারতের আশা নীরজ চোপড়া(জাভলিন), সুশীল কুমার(কুস্তি), বজরং পুনিয়া(কুস্তি), ভিনেশ ফোগাট (কুস্তি), সাক্ষী মালিক (কুস্তি) হিমা দাস (অ্যাথলেটিক্স), পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল (ব্যাডমিন্টন), কিদাম্বী শ্রীকান্ত, এইচএস প্রণয় (ব্যাডমিন্টন)-দের মতো তারকারা। এছাড়াও বক্সিং এবং ফিল্ড হকিতে পদক জয়ের ব্যপারেও আশাবাদী ভারত। ২০১৪ এশিয়ান গেমসে ভারতের পারফর্ম্যান্স ছিল নজরকাড়া। সেবছর মোট ৫৭টি পদক জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এর মধ্যে ১১টি ছিল স্বর্ণপদক। এবারে এর চেয়ে অনেক বেশি পদক জয়ের ব্যপারে আশাবাদী ভারতীয় শিবির। যদিও, এশিয়ান গেমস শুরুর আগে থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে ভারতীয় শিবিরে। দল নির্বাচন নিয়ে নানা বিতর্ক, ভারতীয় ফুটবল দলকে না পাঠানো এবং শেষ মুহূর্তে লিয়েন্ডার পেজের নাম তুলে নেওয়া এসব বিতর্ক এড়িয়ে আপাতত ফোকাস মূল টুর্নামেন্টে।

The post আজ জাকার্তায় শুরু এশিয়ান গেমস, রেকর্ড পদকজয়ের লক্ষ্যে নামছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement