shono
Advertisement

‘এড়ানো যেত চুরাশির শিখ দাঙ্গা’, নরসিমা রাওকে কাঠগড়ায় তুললেন মনমোহন

রাওয়ের উপর চাপিয়ে 'শাপমুক্তি'র পথ খুঁজছে কংগ্রেস! The post ‘এড়ানো যেত চুরাশির শিখ দাঙ্গা’, নরসিমা রাওকে কাঠগড়ায় তুললেন মনমোহন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:55 AM Dec 05, 2019Updated: 11:08 AM Dec 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের অন্যতম কালো অধ্যায় ১৯৮৪ সালের শিখ দাঙ্গা৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজধানী দিল্লিতে যে নারকীয় কাণ্ড সংগঠিত হয়েছিল, তার দাগ শুকিয়ে গেলেও ক্ষত এখনও টাটকা৷ এনিয়ে কংগ্রেসের অন্দরেই অভিযোগ পালটা অভিযোগের পালা নতুন কিছু নয়৷ এবার, শিখ দাঙ্গা নিয়ে মুখ রীতিমতো বিস্ফোরকভাবেই খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

Advertisement

বুধবার এক অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, ‘ যদি গুজরালজির কথা শুনতেন নরসিমা রাও, তাহলে হয়তো ১৯৮৪-র গণহত্যা এড়ানো যেত৷’ এদিন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে নিজের বক্তৃতায় মনমোহন আরও বলেন, ‘গুজরালজি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে, ওই দিন বিকেলেই নরসিমা রাওয়ের কাছে ছুটে যান তিনি৷ ওই মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর কথা বলেছিলেন তিনি৷ কিন্তু সেই উপদেশে কান দেন নি নরসিমা রাও৷’ উল্লেখ্য, ওই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাও৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন আই কে গুজরাল৷

শিখ দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর কংগ্রেস সমর্থক উন্মত্ত জনতার হতে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় খুন হতে হন প্রায় ৩ হাজার নিরীহ শিখ৷ ওই ঘটনার পর রাজীব গান্ধী বলেছিলেন, ‘বড় গাছ ভেঙে পড়লে জমি কিছুটা কাঁপবেই৷’ কয়েক মাস আগেও রাজীবের সুর ফের শোনা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মেন্টর স্যাম পিত্রোদা৷ শিখ দাঙ্গা নিয়ে তিনি বলেছিলেন, ‘তাঁর করা ‘হুয়া তো হুয়া’ অর্থাৎ ‘হয়েছে তো হয়েছে৷’

এদিকে, শুধু মনমোহন সিংয়ের পাশাপাশি তৎকালীন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীও৷ তাঁর কথায়, ‘আই কে গুজরালের যুক্ত ফ্রন্ট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে ভুল করেছিল কংগ্রেস৷ না হলে ওই সরকার পাঁচ বছর কাজ করতে পারত৷ এর ফলেই ১৯৯৮ সালে বিজেপি ক্ষমতায় আসে৷’ প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, গান্ধী পরিবারের সঙ্গে কখনওই বনিবানা হয়নি নরসিমা রাওয়ের৷ প্রধানমন্ত্রী থাকাকালীন এনিয়ে তাঁকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল৷ ফলে শিখ দাঙ্গার দায় এককভাবে প্রয়াত রাওয়ের উপর চাপিয়ে ‘শাপমুক্তি’র পথ খুঁজছে কংগ্রেস৷

[আরও পড়ুন: শত্রুর মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, সংসদে বিরোধীদের জবাব রাজনাথের]

The post ‘এড়ানো যেত চুরাশির শিখ দাঙ্গা’, নরসিমা রাওকে কাঠগড়ায় তুললেন মনমোহন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার