সঞ্জিত ঘোষ, নদিয়া: বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণগঞ্জে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে মৃতদের পরিচয় মেলেনি বলেই খবর।
জানা গিয়েছে, শনিবার রাত্রি বারোটা নাগাদ বাংলাদেশ থেকে ২ পাচারকারী নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার অন্তর্গত ৮২ নম্বর খুঁটির কাছে কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখা মাত্র তাদের বাধা দেয়। অভিযোগ, বিএসএফের কথায় কোনও কর্ণপাত না করেই মৃতরা এদেশে প্রবেশের চেষ্টা করে। সেই সময়ই বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। তাদের নাম সাজেদুর রহমান ও মইনুউদ্দিন।
[আরও পড়ুন: বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আরও একজনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪]
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ২ পাচারকারীর দেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা ২ পাচারকারীকে মৃত ঘোষণা করে। এর পর দেহ দুটি নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। আজ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর।