shono
Advertisement

Breaking News

ফের চাঞ্চল্য লখিমপুরে, এবার দুই বাইক আরোহীকে পিষে দিল বিজেপি বিধায়কের গাড়ি

চালক গ্রেপ্তার, গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ।
Posted: 01:51 PM Apr 18, 2022Updated: 02:53 PM Apr 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর (Ashish Mishra) জামিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। ফের খবরে সেই লখিমপুর (Lakhimpur)। এবার সেখানে বিজেপি (BJP) বিধায়কের গাড়ির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যুর অভিযোগ উঠল। গাড়ির চালককে গ্রেপ্তার করে, গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাহরাইচ হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ২ বাইক আরোহীর। জানা গিয়েছে, গাড়িটি সদরের বিজেপি বিধায়ক যোগেশ বর্মার (Yogesh Verma) স্ত্রী নীলম বর্মার নামে রেজিস্ট্রি করানো। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। সংবাদ সংস্থা জানিয়েছে, মৃতেরা খেরি থানার অন্তর্গত কিরাতপুরের বাসিন্দা। রামপুর থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই বিধায়কের স্করপিও তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।

[আরও পড়ুন: ‘দেশের আত্মায় আঘাত’, বিরোধীরা একজোট হতেই বাংলা-কেরলে বিজেপি কর্মী খুনের অভিযোগে সরব নাড্ডা]

লখিমপুর খেরির এসপি (SP) সঞ্জীব সুমন জানিয়েছেন, “বাহরাইচ হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। তাতেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গাড়িটি সদর বিধায়ক যোগেশ ভার্মার বলে জানা গিয়েছে। গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। তদন্ত চলছে।”

[আরও পড়ুন: মুদ্রাস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত, প্রভিডেন্ট ফান্ডের নীতি বদলের ভাবনা কেন্দ্রের]

উল্লেখ্য, কৃষক হত্যার ঘটনা নিয়ে লখিমপুর খেরি গত কয়েক মাস ধরে উত্তপ্ত। গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। ওই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটেও মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয় আশিসকে। যদিও তাঁর বিরুদ্ধে দল বিজেপি এখনও পর্যন্ত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তবে গত ৯ অক্টোবর মূল অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ। চারমাস পরে গত ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। তবে সুপ্রিম কোর্টের এদিনের রায়ে ফের জেলে ফিরতে হবে অশিসকে। এর মধ্যেই বিজেপি বিধায়কের গাড়িতে দুই ব্যক্তির মৃত্যুতে নতুন করে উত্তেজনা ছড়াল লখিমপুরে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement