shono
Advertisement

Breaking News

Tarapith

তারাপীঠে পুজো দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ভিনরাজ্যের ২ পুণ্যার্থী

ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।
Published By: Paramita PaulPosted: 04:22 PM Jul 31, 2024Updated: 06:03 PM Jul 31, 2024

নন্দন দত্ত, সিউড়ি: তারাপীঠে জল ঢালতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে।

Advertisement

মৃতদের নাম বিশাল কুমার ও নীতিশ কুমার। তাঁদের বাড়ি বিহারের কাটিহার জেলার কুরসেলাগড় গ্রামে। জানা গিয়েছে, গতকাল তারাপীঠ মন্দিরে জল ঢালতে বিহার থেকে তিনটি বাইকে এসেছিলেন পাঁচ যুবক। পুজোও দেওয়া হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে বিপত্তি। 

[আরও পড়ুন: গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ মালদহে, গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী]

বুধবার দুপুরে তাঁরা রামপুরহাট মুনসুবা মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে বাইকে তেল ভরেন। এর পর বাইক চালিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় একটি পাথরবোঝাই লরি তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।

[আরও পড়ুন: ব্যক্তিগত লিচুবাগানে সরকারি টিউবওয়েলে ঝুলছে তালা! শোরগোল মুর্শিদাবাদে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তারাপীঠে জল ঢালতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর।
  • বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে।
  • পুজোও দেওয়া হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে বিপত্তি। 
Advertisement