shono
Advertisement

নদিয়ার TMC নেতা খুন: দমদম থেকে ধৃত আরও ২, কলকাতায় গা-ঢাকা দিয়েও মিলল না রেহাই

এ নিয়ে গ্রেপ্তার মোট ৭।
Posted: 12:45 PM Dec 18, 2022Updated: 12:45 PM Dec 18, 2022

কল্যাণ চন্দ্র, বহরমপুর: নদিয়ার (Nadia) তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ পুলিশ। রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডল নামে ওই দুই অভিযুক্তকে কলকাতার দমদম থেকে গ্রেপ্তার করা হয়। আজ অর্থাৎ রবিবার তাদের আদালতে তোলা হবে।

Advertisement

গত ২৪ নভেম্বর নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকার শিবনগর প্রাথমিক বিদ্যালয় পাড়ায় বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূল নেতা মতিরুল ইসলাম। তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। আমতলা মিশনে থাকে দম্পতির ছেলে। তাঁকে দেখতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মতিরুল। সন্ধে সেখান থেকে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ওই তৃণমূল নেতা।

[আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যুতে এবার সিবিআইকে নোটিস CID’র]

২৫ নভেম্বর মতিরুলের স্ত্রী রিনা বিশ্বাস নওদা থানায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে নওদা থানার পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম যথাক্রমে, ইস্রাফিল মণ্ডল, এলেম বক্স, কিতাব মণ্ডল, আসান শেখ, জাকির শেখ, রবিউল শেখ এবং মনিরুল শেখ। এবার আরও দু’জনকে দমদম এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ।

এ পর্যন্ত ওই খুনের ঘটনায় দু’টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি মোটরবাইক এবং নিহত মতিরুলের সোনার আংটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সামান্য দূরে প্লাসটিক জারের মধ্যে লুকিয়ে রাখা চারটি বোমাও উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, “নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের অভিযোগে এপর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হল। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার দু’জন এবং নদিয়ার সাতজন রয়েছে।” এদিকে রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডলের নাম অভিযোগের তালিকায় ছিল। তাদের বাড়ি নদিয়ায়।

[আরও পড়ুন: লগ্নে শনি, বিশ্বকাপ ফাইনালের আগে মেসির রাশি ঘেঁটে দুশ্চিন্তায় জ্যোতিষীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement