কল্যাণ চন্দ্র, বহরমপুর: নদিয়ার (Nadia) তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ পুলিশ। রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডল নামে ওই দুই অভিযুক্তকে কলকাতার দমদম থেকে গ্রেপ্তার করা হয়। আজ অর্থাৎ রবিবার তাদের আদালতে তোলা হবে।
গত ২৪ নভেম্বর নওদা থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকার শিবনগর প্রাথমিক বিদ্যালয় পাড়ায় বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূল নেতা মতিরুল ইসলাম। তিনি নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের সংঘ্যালঘু সেলের নেতা ছিলেন। তাঁর স্ত্রী নারায়নপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। আমতলা মিশনে থাকে দম্পতির ছেলে। তাঁকে দেখতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মতিরুল। সন্ধে সেখান থেকে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ওই তৃণমূল নেতা।
[আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যুতে এবার সিবিআইকে নোটিস CID’র]
এ পর্যন্ত ওই খুনের ঘটনায় দু’টি স্বয়ংক্রিয় পিস্তল, একটি মোটরবাইক এবং নিহত মতিরুলের সোনার আংটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সামান্য দূরে প্লাসটিক জারের মধ্যে লুকিয়ে রাখা চারটি বোমাও উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, “নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের অভিযোগে এপর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হল। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার দু’জন এবং নদিয়ার সাতজন রয়েছে।” এদিকে রাজকুমার কবিরাজ এবং পিংকু মণ্ডলের নাম অভিযোগের তালিকায় ছিল। তাদের বাড়ি নদিয়ায়।