মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ৪৮ ঘণ্টা পর নৌকাডুবির ঘটনায় উদ্ধার হল আরও দুজনের দেহ। এর মধ্যে রয়েছে এক শিশুও। এনিয়ে মোট তিনজনের দেহ উদ্ধার হল। এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। উল্লেখ্য, বৃহস্পতিবার পিকনিক সেরে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবির ঘটনা ঘটে। রাতভর তল্লাশির পর শুক্রবার সকালে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। এর পর রবিবার আরও দুজনের দেহ উদ্ধার হয়েছে।
রবিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটারের বেশি দূরে জয়পুর থানার ভাটোরা তদন্ত কেন্দ্র এলাকার থানার বেড়াল কালিতলা এলাকা থেকে একটি দেহ উদ্ধার হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশির সময় রূপনারায়ণ নদের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। মৃতের নাম ঝষভ পাল (৭)। বাড়ি লিলুয়া থানার চামরাইল বিবেকানন্দ পল্লিতে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঋষভের পোশাক দেখে তাঁর বাবা বিশ্বজিৎ পাল দেহ শনাক্ত করেন। আরও এক নিখোঁজের দেহ উদ্ধার হয় এদিন। রূপনারায়ণের ৫ কিলোমিটারের বেশি উত্তরে হুগলির খানাকুলের মাড়োখানা পানশিউলি এলাকা থেকে উদ্ধার হয় দেহটি। মৃতের নাম অচ্যুৎ সাহা। বাড়ি বেলগাছিয়া কুঞ্জ পাড়া।
[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]
বৃহস্পতিবার ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় পশ্চিম মেদিনীপুরের দুধকোমরার ত্রিবেণী পার্কে চড়ুইভাতি করতে গিয়েছিলেন। চড়ুইভাতি শেষে তাঁরা নৌকায় মানকুরের দিকে ফিরছিলেন। তখনই আচমকা নৌকা একদিকে কাত হয়ে যায়। এর পরই যাত্রীদের নিয়ে ডুবে যায় নৌকাটি। সকলেই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদী ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। তখনই ১৩ জনকে উদ্ধার করা গেলেও হদিশ মিলছিল না ৫ জনের। সবমিলিয়ে তিনজনের দেহ উদ্ধার হল।