সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাথাব্যাথার নাম। সেই বুমরাহকে এবার বিব্রত করা শুরু করল অজি সংবাদমাধ্যম। ভারতীয় দলের সহ-অধিনায়কের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে দিলেন অজি ধারাভাষ্যকর ইয়ান মরিস। তাঁর দাবি, বুমরাহর বোলিং অ্যাকশন খতিয়ে দেখা উচিত।
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের আগে অজি সংবাদমাধ্যম ভারতীয় দলের ক্রিকেটারদের সম্ভাব্য সবরকমভাবে বিব্রত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে ইংরাজি না বলা নিয়ে রবীন্দ্র জাদেজাকে নিশানাকে করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। একইভাবে নিশানা করা হয়েছে আকাশদীপকে। যে কারণে ভারত ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রীতি ম্যাচও বাতিল হয়েছে। এবার অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকরের নিশানায় বুমরাহ।
ইয়ান মরিস বলছেন, "কেন কেউ বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে না? ওর অ্যাকশন নিয়ে সন্দেহ রয়েছে।" মরিসের সাফ কথা, "আমি বলছি না ও বল ছোড়ে। কিন্তু বল ছোড়ার সময় ওর কনুইয়ের অবস্থান খতিয়ে দেখা উচিত।" এ বিষয়ে অজি সংবাদমাধ্যমের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন মরিস। তাঁর বক্তব্য, "আমি জানি না, এ নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চুপ কেন?"
বর্ডার-গাভাসকর ট্রফিতে আগুনে ফর্মে বুমরাহ। সিরিজের তিন টেস্টে ২১ উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রথম টেস্টে অজিদের কার্যত বুমরার একার কাছেই হারতে হয়েছে। সম্ভবত সেকারণেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বুমরাহকে বিব্রত করার চেষ্টা করে চলেছে। এর আগে বুমরাহকে বর্ণবিদ্বেষমূলক আক্রমণের মুখেও পড়তে হয়েছে বুমরাহকে। তবে সেটা এসেছিল ইংরেজ ধারাভাষ্যকর ঈশা গুহর কাছ থেকে।