টিটুন মল্লিক, বাঁকুড়া: ফের হাতি কাড়ল প্রাণ। মঙ্গলবার হাতির হামলায় প্রাণ গেল বাঁকুড়ার ২ জনের। ঘটনার জেরে প্রবল আতঙ্কে স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা। সাহায্যের আশ্বাস দিয়েছে বনদপ্তর।
বাঁকুড়ার (Bankura) উত্তর বনবিভাগের বড়জোড়ার সংগ্রামপুরের বাসিন্দা মঙ্গল বাউরি। ঝরিয়া গ্রামের বাসিন্দা তুলসী বটব্যাল (৭৭)। প্রত্যক্ষদর্শীদের কথায়, মঙ্গলবার জঙ্গলের ভিতর থেকে আচমকা একদল হাতি বেরিয়ে হানা দেয় লোকালয়ে। বিষয়টি টের পাওয়ামাত্রই লোকালয় হাতি দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে। প্রাণ বাঁচাতে পালানোর সময়ই সংগ্রামপুরের মঙ্গল বাউরি হাতির মুখে পড়ে যায়। হাতির হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: ২ বিজেপি বিধায়কের দলবদলের জল্পনায় ক্ষুব্ধ শংকর ঘোষ, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি]
এরপর তুলসী বটব্যালের উপর হামলা চালায় দাঁতাল বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁরও। এপ্রসঙ্গে বাঁকুড়া উত্তর বনবিভাগের বনকর্তা উমর ইমাম জানান, খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ৪২ টি হাতির একটি দল ঢুকে পড়ে বাঁকুড়ায়। ওই দলের বেশ কিছু হাতি ফিরে যাবার পর ফের গত শনিবার আরেকটি হাতির দল ঢোকে ওই এলাকায়। যার জেরে এই মর্মান্তিক কাণ্ড।