সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করত এক দলিত কিশোর। তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজস্থানে (Rajasthan) সাসপেন্ড দুই শিক্ষক। সম্প্রতি ক্লাসরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরের দেহ। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অভিযোগ, দলিত বলে হেনস্তা করা হত পড়ুয়াকে। এর জেরেই আত্মহত্যা করে অপমানিত ছাত্র। খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় থানায় দায়ের করা এফআইআর সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলটি রয়েছে কোটপুতলি এলাকায়। স্কুল লাগোয়া হস্টেলে থাকত বছর পনেরোর দলিত ছাত্র। দুই শিক্ষকের হেনস্তার কথা বাবাকে জানিয়েছিল মৃত পড়ুয়া। এই বিষয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে স্কুল।
[আরও পড়ুন: ‘নতুন মধ্যবিত্ত শ্রেণিরাই দেশের উন্নয়নে গতি এনেছে’, বি২০ সম্মেলনে মন্তব্য মোদির]
মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিবার এবং স্থানীয় বাসিন্দারা স্থানীয় থানা ঘেরাও করেন। অভিযুক্ত দুই শিক্ষক এবং স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। পুলিশ এফআইআর দায়ের করার পর শান্ত হন তাঁরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, মৃত ছাত্রের পড়ুয়াকে আর্থিক সাহায্য করা হবে।