সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দেশ৷ উপত্যকার নিরাপত্তাতে বাড়তি নজর প্রশাসনের৷ এরই মাঝে শুক্রবার সন্ধে নাগাদ কাশ্মীরের পুলওয়ামায় পুলিশচৌকিতে হামলা চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দিল ভারতীয় সেনা৷ আর তাতেই মিলেছে সাফল্য৷ দুই জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী৷ কোন গোষ্ঠীর হয়ে কাজ করত ওই জঙ্গিরা, তা এখনও জানা যায়নি৷ তবে খতম ওই জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷
সাধারণতন্ত্র দিবসে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা৷ এই সন্দেহ আগেই ছিল সেনার৷ সেই অনুযায়ী নিরাপত্তা আঁটসাঁট করাই হয়েছিল৷ তবে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝেই শুক্রবার সন্ধে নাগাদ কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ চৌকিতে আক্রমণ করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরাও৷ রাতভর চলে গুলির লড়াই৷ সাধারণতন্ত্র দিবসের ভোরে মেলে সাফল্য৷ পুলিশচৌকি লাগোয়া এলাকা থেকেই দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷
[নিরাপত্তার ঘেরাটোপে রাজধানীতে উদযাপন সাধারণতন্ত্র দিবস]
সেনা সূত্রে খবর, এনকাউন্টারে খতম হয়েছে ওই জঙ্গিরা৷ যদিও তাদের নাম-পরিচয় এখনও কিছুই জানা যায়নি৷ তাদের কাছে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল৷ ওই অস্ত্রশস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে সেনা৷ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷
এর আগে গত সোমবার সকাল থেকে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। কাশ্মীরের বুদওয়ান জেলায় গুলি চালানো শুরু করে জঙ্গিরা। ভারতীয় জওয়ানরা তার জবাব দেয়। তারপর থেকেই শুরু হয় একের পর এক সংঘর্ষ। সোপিয়ানের জৈনপোরা এলাকার সীমান্তে মঙ্গলবার সংঘর্ষ শুরু হয়। জওয়ানদের সঙ্গে ছিল পুলিশ, সিআরপিএফ জওয়ানরাও। সেনা সূত্রে খবর, সংঘর্ষ চলাকালীন মোট ছ’জন জঙ্গি আক্রমণ শুরু করে। তাই আরও দেহ উদ্ধার হতে পারে। তারই খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিকেশ হওয়া চার জঙ্গির মধ্যে একজন আইপিএস অফিসারের ভাইও ছিল।