সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে একের পর এক সাফল্য পাচ্ছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সফনাগিরিতে তল্লাশি চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা । মঙ্গলবার সকালে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। তাতে দুই জঙ্গি খতম হয়।সে
সেনার তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু হয়। তল্লাশির মাঝপথেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় সেনাও। তাতে দুই জঙ্গি খতম হয়। তবে তল্লাশি অভিযান আপাতত থেমেছে বলে সেনা সূত্রে খবর। ঘটনায় কোনও জওয়ান বা পুলিশকর্মী মারা যাননি। তেমন কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। কোনও সাধারণ নাগরিকের মৃত্যুর খবর মেলেনি। তবে দুই জঙ্গিকে খতম করতে পেরেছে ভারতীয় সেনা। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
[ বেকার সমস্যা সমাধানে রাজ্যবাসীকে গরু বিলির সিদ্ধান্ত বিপ্লবের ]
বেশ কয়েকমাস ধরে ক্রমাগত কাশ্মীরে অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। যেখান থেকেই সন্ত্রাসবাদী থাকার খবর মিলছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে। কখনও ভারতীয় সেনা এককভাবে, আবার কখনও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।
গত রবিবার সেনার গুলিতে খতম হয় দুই হিজবুল জঙ্গি। নিকেশ হওয়া জঙ্গিরা হল মহম্মদ ইরফান ভাট এবং শাহিদ মীর৷ তারা দুজনেই হিজবুল মুজাহিদিনের সদস্য৷ দুজনের কাছ থেকেই প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ গোলাবারুদও বাজেয়াপ্ত করা হয়েছে৷ নিকেশ হওয়া জঙ্গি শাহিদ মীর ২০০৪ সালে হিজবুল মুজাহিদিনে নাম লিখিয়েছিল৷ একাধিক নাশকতার ঘটনায় নাম জড়িয়েছে তার৷ মীরের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা ছিল৷ মহম্মদ ইরফান ভাট যদিও গত বছরই জঙ্গি দলে নাম লিখিয়েছিল৷
[ ৭২ ঘণ্টা আগেই পৌঁছায় সতর্কবার্তা, পুলিশি গাফিলতির ফল তিনসুকিয়া গণহত্যা! ]