অরূপ বসাক, মালবাজার: জীবনধারণের জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন মূর্তি বনাঞ্চলে। সেখানেই হাতির হানায় মৃত্যু হল ২ জনের। আহত আরও ১ জন। ঘটনাটি ঘটে গরুমারা সাউথ রেঞ্জের অন্তর্গত মুর্তি নদী সংলগ্ন জঙ্গলে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। এদিন জ্বালানি কাঠ সংগ্রহ করতে গরুমারা সাউথ রেঞ্জের অন্তর্গত মূর্তি নদী সংলগ্ন জঙ্গলে যান কয়েকজন মহিলা। সেই সময় একটি হাতি ওই মহিলাদের উপর হামলা চালায়। দাঁতালের তাণ্ডবে মৃত্যু হয় ববিতা ওঁরাও ও মফিজা বেগম নামে দু’জনের। গুরুতর আহত অবস্থায় নুরজাহান বেগম নামে একজনকে নিয়ে যাওয়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার একজনের দেহ উদ্ধার হলেও বুধবার মেলে আরেকজনের দেহ। বুধবার সকালে কুনকি হাতি দিয়ে জঙ্গলের ভিতরে তল্লাশি চালাতে দেহটি মেলে।
[আরও পড়ুন: পুরভোটের আগে শুভেন্দুর গড়ে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে কাঁথির ২ প্রাক্তন কাউন্সিলর]
ইতিমধ্যেই দেহদুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় পুলিশ। বুধবার সকালে মৃত ও আহতদের বাড়ি যান এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য গঙ্গা দেব রায়-সহ সমাজসেবী হোসেন হাবিবুল হাসান, বাপন রায় প্রমুখ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, যেহেতু জঙ্গলের ভিতরে তাঁদের মৃত্যু হয়েছে তাই কোনও ক্ষতিপূরণ পাবে না। এই ঘটনার পর বুধবার গোটা এলাকায় বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে বনের ভিতরে যেতে নিষেধ করা হয়।