shono
Advertisement

Breaking News

স্কার্ট টেনে ধরে প্যান্টের চেন খুলেছিলেন অনু মালিক, বিস্ফোরক নির্যাতিতা

সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিতও যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অনু মালিকের বিরুদ্ধে৷ The post স্কার্ট টেনে ধরে প্যান্টের চেন খুলেছিলেন অনু মালিক, বিস্ফোরক নির্যাতিতা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:40 PM Oct 20, 2018Updated: 07:40 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে আবারও উঠল যৌন হেনস্তার অভিযোগ৷ সংগীতশিল্পী সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিতের পর এবার অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ আনলেন আরও দুই মহিলা৷

Advertisement

[জোর করে চুমু খেতে গিয়েছিলেন অনু মালিক, বিস্ফোরক শ্বেতা]

আগের নয়ের দশকে মেহবুব স্টুডিয়োতে ঘটে যাওয়া এক ঘটনার কথা প্রকাশ করেন এক মহিলা৷ তাঁর অভিযোগ, স্টুডিওর মধ্যে তাঁকে একা পেয়ে চেপে ধরেছিলেন অনু মালিক। কিছুক্ষণ পর অবশ্য তিনি নিজেই ক্ষমা চেয়ে নেন ওই মহিলার কাছে। যদিও ঘটনার এখানেই শেষ নয়। অভিযোগ, একটি সংস্থার জন্য চাঁদা আনতে গেলে ফের তাঁকে হেনস্তা করেন অনু মালিক। ওই মহিলা জানান, ‘‘আমি অনু মালিকের বাড়িতে গিয়ে কুৎসিত পরিস্থিতির মুখোমুখি হই। একটি সোফাতে আমার খুব কাছে এসে বসেছিলেন তিনি। ওঁর পরিবারের কেউ বাড়িতে নেই, এটা জানার পরেই বুঝতে পারি আমি ফাঁদে পড়ে গিয়েছি। উনি আমাকে জোর করে চেপে ধরে আমার স্কার্ট টেনে নামিয়ে দিয়েছিলেন। তারপর নিজের প্যান্টের চেন খুলে আমাকে চেপে ধরেছিলেন অনু মালিক। আচমকাই সেই সময়ই কলিং বেল বেজে ওঠে। আমি বেঁচে যাই।’’ যদিও এই ঘটনার কথা কাউকে না জানানোর কথাই বলেন অনু মালিক৷ মহিলার আরও অভিযোগ, নিজের গাড়িতে করে বাড়িতে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেন অনু মালিক। তিনি বলেন, ‘‘রাত সাড়ে আটটা নাগাদ একটা ফাঁকা মাঠের মধ্যে গাড়ি দাঁড় করান অনু মালিক। ফের তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। হঠাৎ করেই নিজের প্যান্টের চেন খুলে আমার চুল ধরে নিজের কোলে টেনে নেন। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর স্থানীয় এক নিরাপত্তারক্ষী গাড়ির দিকে এগিয়ে আসেন। আমি তখন কোনওরকমে দরজা খুলে দৌড়ে পালাই।’’

[‘লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে’]

আরেক মহিলাও যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অনু মালিকের বিরুদ্ধে। তাঁর দাবি, অনু মালিক তাঁকে একটি শিফন শাড়ি পড়ে স্টুডিওতে আসতে বলেছিলেন। স্টুডিওতে আসার পর অনু তাঁকে বলেন, ‘‘আপনার কোনও বয়ফ্রেন্ড নেই, আপনি খুব একা?’’ এরপরেই স্টুডিওর ফ্লোরে তাঁকে চেপে ধরেন অনু মালিক। ভয় পেয়ে গিয়েছিলেন ওই মহিলা, কারণ পুরো স্টুডিয়োই ছিল সাউন্ডপ্রুফ। চিৎকার করলেও বাইরে থেকে কেউ শুনে যে বাঁচাতে এগিয়ে আসবেন সেই উপায় ছিল না। মহিলার লাগাতার আপত্তির পর অবশ্য নিজেকে সামলে নেন অনু মালিক। গম্ভীর গলায় বলেন, ‘‘আমি আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে খুব খুশি।’’  যদিও এই দুই মহিলার অভিযোগের ভিত্তিতে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনু মালিকের৷

The post স্কার্ট টেনে ধরে প্যান্টের চেন খুলেছিলেন অনু মালিক, বিস্ফোরক নির্যাতিতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement