সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'উই ওয়ান্ট জাস্টিস...' স্লোগান এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে। শুধু হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়েই বিক্ষোভ প্রদর্শন করলেন না বিক্ষুব্ধ জনতা। পর পর ঢিল পড়ল দক্ষিণী সুপারস্টারের বাড়িতে। হায়দরাবাদের থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা ভক্তর মৃত্যুর (Pushpa 2 Stampede Controversy) জেরে এক রাত জেলে কাটিয়েছেন সদ্য আল্লু (Allu Arjun)। জামিন পাওয়ার পর এবার অভিনেতার জুবিলি হিলসের বাড়ির সামনে বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন।
দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেখানেই দেখা গেল, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে। অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ। জানা গিয়েছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র ১ ঘণ্টা আগেই আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববাণ হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এক বিবৃতিতে তাঁর মন্তব্য, "সমস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনও অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। কোনও ভুয়ো প্রোফাইল থেকে আমার ভক্ত বলে দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এরকম কোনও কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করব।"
সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে শনিবারই সরগরম হয়েছিল তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, "এবার সিনেমা হিট।" সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, "আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এর পর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।" তাঁর মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে পাথর ছুঁড়ে হামলা।