রাজা দাস, বালুরঘাট: টানা বৃষ্টির মাঝে মাছ ধরতে যাওয়াই কাল। বাজ পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির এলাহাবাদে। শোকের ছায়া পরিবারে।
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। কোথাও ভারি, কোথাও হালকা থেকে মাঝারি। একই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের বংশীহারির। রবিবার বৃষ্টির মাথায় নিয়েই মাঝ ধরতে বাড়ি থেকে বের হন রাকিব হোসেন ও সোহেল রানা। সম্পর্কে তুতো ভাই এই দুই যুবক।
[আরও পড়ুন: পণের জন্য লাগাতার চাপ! দাবি মেটাতে না পারায় বধূকে খুনের অভিযোগ মুর্শিদাবাদে]
জানা গিয়েছে, মাছ ধরার সময়ই বাজ পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। স্থানীয়রা বিষয়টি টের পেতেই খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দুই বঙ্গে বৃষ্টি চলছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এই বৃষ্টি। তবে পরদিন থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গেও রবিবার দিনভর ভারী বৃষ্টির সতর্কতা। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে।