সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের অতর্কিত হামলায় রক্ত ঝরেছিল ভারতীয় সেনার। শহীদ হয়েছিলেন ২০ জওয়ান। তবে ওইদিনই রক্ত ঝড়িয়ে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করেছিলেন বহু ভারতীয় জওয়ান। এবার ৭৫তম স্বাধীনতা দিবসে তাঁদের সম্মান জানাচ্ছে কেন্দ্র। ২৩ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি (Indo-Tibetan Border Police) জওয়ানের হাতে তুলে দেওয়া হবে সাহসিকতার সম্মান ‘পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি’ (Police Medal for Gallantry)। একসঙ্গে এতজন আইটিবিপি জওয়ানকে সম্মান জানানোর নজির এর আগে স্বাধীন ভারতের ইতিহাস নেই।
পূর্ব লাদাখের (Eastern Ladakh) গালওয়ান উপত্যকায় (Galwan Face Off) চিনের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন আইটিবিপির জওয়ানরা। তাঁদের সাহসিকতা, বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি এবং যুদ্ধের কৌশল দিয়ে রুখে দিয়েছিলেন লালফৌজের আগ্রাসন। এমন ৮ আইটিপি জওয়ান, যাঁদের যুদ্ধকৌশল, পরিস্থিতি বিবেচনার দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্ত সেদিন মাতৃভূমিকে রক্ষা করেছিল তাঁরা পাচ্ছেন ‘পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি’।
[আরও পড়ুন: Uttar Pradesh encounter: যোগীরাজ্যে চলছে ‘অপারেশন ল্যাংড়া’, চার বছরে এনকাউন্টার ৮৪৭২টি]
১৫ জুনের আগে ১৮ মে উত্তপ্ত হয়েছিল পূর্ব লাদাখ। ফিঙ্গার ফোর এলাকায় ভারত-চিন (India-China Face Off) মুখোমুখি হয়। লালফৌজের চোখে চোখ রেখে আগ্রাসনের জবাব দেয় ভারতীয় সেনা। সেই পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছিল ৬ ITBP জওয়ান। তাঁদের গলায়ও উঠবে এই মেডেল। একই দিনে হট স্প্রিং এলাকায়ও উত্তেজনা ছড়িয়েছিল। বীরত্বের সঙ্গে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পুরস্কার পাচ্ছেন আরও ছয় আইটিবিপি জওয়ান। এছাড়া ছত্তিশগড়ে মাওয়াবাদি দমন অপারেশনে দক্ষতা দেখানোর সম্মান পাবেন আরও তিন জওয়ান। এর পাশাপাশি এ বছরের শৌর্যচক্র পাচ্ছেন সেনা আধিকারিক। সেনা মেডেল পাবেন ১১৬ জন।