সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে যাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরাও। নিয়োগের দাবিতে আগামী দুদিন সেখানে আন্দোলন করবেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে দেখা করার চেষ্টাও করবেন বঞ্চিতরা। উল্লেখ্য, বাংলাকে বঞ্চনার প্রতিবাদে আগামী ২ দিন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। একই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
এক যুগ পেরিয়ে গেলেও নিয়োগ পাননি ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। প্রতিবাদে কলকাতার রাজপথে একাধিকবার আন্দোলন করেছেন তাঁরা। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কিন্তু তাঁর দেখা পাননি বলে দাবি নিয়োগ প্রার্থীদের। রাজ্যকে বঞ্চনার অভিযোগে আগামী দুদিন দিল্লিতে আন্দোলন করবে তৃণমূল। নেতৃত্ব দেবেন অভিষেক। সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন চাকরিপ্রার্থীরা।
[আরও পড়ুন: মেলেনি ‘আবাস যোজনা’র বাড়ি, সন্তানহারা ৩ বাবাকে নিয়ে একই বিমানে দিল্লি যাত্রা অভিষেকের]
বঞ্চিত চাকরিপ্রার্থীদের ৮ প্রতিনিধি দল দিল্লি রওনা দিয়েছেন রবিবার। সেখানে দিল্লি পুলিশের সদর দপ্তরে দেখা করে অনুমতি চাইবেন। সেই অনুমতি পেলে যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি করবেন। যেতে পারেন রাজঘাটেও। গান্ধীমূর্তির পাদদেশেও বিক্ষোভ কর্মসূচি করতে পারেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। এমনকী, নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা, জানিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস। এমনকী, প্রধানমন্ত্রীর দপ্তরেও যেতে পারেন তারা। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লির রাজপথে আন্দোলনে নামছে তৃণমূল। একইসময় রাজ্যের বিরুদ্ধে নিয়োগে বঞ্চনা ও দুর্নীতির অভিযোগ তুলে দিল্লিতে আন্দোলনে নামতে চলেছে চাকরিপ্রার্থীরা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পূর্বতন বাম সরকারের আমলে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক (Primary Teachers) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনা নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। এবার দিল্লিতে আন্দোলনে নামছে তারা।