shono
Advertisement

জ্বরে অনিশ্চিত সুনীল, কাতার ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। The post জ্বরে অনিশ্চিত সুনীল, কাতার ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:35 AM Sep 10, 2019Updated: 11:35 AM Sep 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতীয় ফুটবল দল। কারণ মঙ্গলবার প্রতিপক্ষ আয়োজক দেশই। যারা আবার এশিয়ান চ্যাম্পিয়ন। এহেন শক্তিশালী কাতারের সামনে ইগর স্টিমাচের ভারতীয় দল। যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে ওমানের কাছে ২-১ গোলে হেরেছে ব্লু টাইগাররা। স্বভাবতই শক্তিশালী কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কঠিন লড়াইয়ের সম্মুখীন ভারত। আগের ম্যাচে হারের কারণে গ্রুপে চাপে রয়েছে ভারত। এদিকে আবার এই ম্যাচে শারীরিক অসুস্থতার কারণে অনিশ্চিত সুনীল ছেত্রী।

Advertisement

[আরও পড়ুন: মন ভরলেও ভরল না পয়েন্টের ঝুলি, হার দিয়েই প্রাক-বিশ্বকাপ অভিযান শুরু ভারতের]

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হাফ ডজন গোলের মালা পরিয়েছে কাতার। যথারীতি সেই কারণে চাপে রয়েছে ভারত। আগের ম্যাচে বিশ্রী ডিফেন্সের জন্য এগিয়ে থেকেও ওমানের কাছে হারে ভারত। বিফলে যায় সুনীল ছেত্রীর বিশ্বমানের গোল। সন্দেশ ঝিঙ্গানদের ডিফেন্সের ফাঁকফোকরের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচের শেষ লগ্নে দুটো গোল করে ওমান। কাতারের বিরুদ্ধে তাই এদিন অল আউট খেলা ছাড়া উপায় নেই ভারতের। সবচেয়ে বেশি চাপে রয়েছেন ভারতের ক্রোট কোচ ইগর স্টিমাচ। ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখানোর চ্যালেঞ্জ তাঁর কাছে। এখনও পর্যন্ত খুব একটা সাফল্য পাননি ক্রোয়েশিয়ার এই প্রাক্তন জাতীয় ফুটবলার।

কিন্তু এদিনের ম্যাচের আগে বড় দুঃসংবাদ ভারতীয় সমর্থকদের কাছে। অসুস্থতার কারণে কাতার ম্যাচে অনিশ্চিত গোলমেশিন সুনীল ছেত্রী। জ্বরে কাবু ভারত অধিনায়ক। রবিবার প্র্যাকটিসেও যোগ দেননি তিনি। শক্তিশালী কাতার ম্যাচে তাঁর অনুপস্থিতি ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। জানা গিয়েছে, এদিন দলে জোড়া পরিবর্তন করতে পারেন কোচ স্টিমাচ। ডিফেন্সে তিনি নামাতে পারেন প্রীতম কোটাল ও অবসর ভেঙে ফিরে আসা আনাসকে।

The post জ্বরে অনিশ্চিত সুনীল, কাতার ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement