সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় একশোর নিচে নেমে গিয়েছিল কোভিড-১৯ (COVID-19) দৈনিক সংক্রমণ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একলাফে ২০০ পেরল রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। প্রাণ গিয়েছে ২ জনের। পুজোর আগে আচমকা দৈনিক সংক্রমণে বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যকর্তাদের।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত ২১১ জন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ২১, ০৮, ১৮৮। নিম্নমুখী অ্যাকটিভ কেস। গত গত ঘণ্টায় অ্যাকটিভ কেস ১৯৬৫। তাদের মধ্যে ১৮৮৯ জন রয়েছেন হোম আইসোলেশনে। হাসপাতালে চিকিৎসাধীন ৭৬ জন।
[আরও পড়ুন: বাগুইহাটি জোড়া খুন: ১৪ দিন মর্গে পরে দেহ, জানেই না থানা! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা]
একদিনে রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ২৪৬ জন। যা আগের দিনের তুলনায় কম। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ী ২০,৮৪, ৭৪৬ জন। সুস্থহার হার ৯৮.৮৯ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনার বলি ২ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।
করোনা মুক্ত বাংলা গড়তে জোরকদমে চলছে টিকাকরণ। সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে টেস্টিংয়েও। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৮২১ জন। এখনও পর্যন্ত দুটো ডোজ নিয়ে ফেলেছেন মোট ৬৪, ৭৪৪, ৫৩ জন।
[আরও পড়ুন: ‘কোনও DA বকেয়া নেই’, পুজোর অনুদান মামলায় হলফনামা রাজ্যের]
একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭,৮৮৬ জনের। পরীক্ষার হার সোমবারের তুলনায় বেড়েছে খানিকটা। এখনও পর্যন্ত টেস্টিং হয়েছে ২৬, ৩৩৫, ৭৮৪ জনের। পজিটিভিটি রেট ২.৬৮ শতাংশ। সোমবারে তুলনায় একলাফে অনেকটা বাড়ল সংক্রমণের হার। পুজোর মরশুমে ভিড় বাড়ছে রাস্তায়। এমন পরিস্থিতিতে একদিনের করোনা সংক্রমণ ২০০-এর উপরে ওঠায় চিন্তা বেড়েছে। জনবহুল এলাকায় কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছিন চিকিৎসকরা।
এদিকে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি nasal vaccine বা নাক দিয়ে নেওয়ার উপযুক্ত করোনা টিকাকে (COVID vaccine) ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।